প্রধানমন্ত্রীরদপ্তর
দাবা অলিম্পিয়াড জয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
Posted On:
26 SEP 2024 4:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর বাসভবনে দাবা অলিম্পিয়াড জয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। শ্যেফ দ্য মিশন দিব্যেন্দু বড়ুয়া প্রধানমন্ত্রীকে জানান, এই প্রথম ভারত এই অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়লাভ করল। বয়েজ টিম ২২ পয়েন্টের মধ্যে ২১ এবং গার্লস টিম ২২ পয়েন্টের মধ্যে ১৯ পেয়েছে। সবমিলিয়ে ৪৪ পয়েন্টের মধ্যে ভারত পেয়েছে ৪০ পয়েন্ট।
সেখানকার পরিবেশ সম্পর্কে প্রধানমন্ত্রীর এক প্রশ্নের উত্তরে মহিলা দাবা খেলোয়াড় হরিকা দ্রোণাভাল্লি এই জয় নিয়ে আনন্দ প্রকাশ করেন এবং বলেন যে, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও ভারতীয়দের জয়ের উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।
তানিয়া সচদেব প্রধানমন্ত্রীকে জানান, ১৮০টি দেশ এই অলিম্পিয়াডে অংশ নিয়েছিল। চেন্নাইয়ে আগের দাবা অলিম্পিয়াডের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, সেবার ভারতীয় দল দুটি বিভাগেই ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিল এবং অল্পের জন্য আমেরিকার কাছে পরাজিত হয়ে মহিলা দলের সোনা হাতছাড়া হয়।
প্রধানমন্ত্রী ভারতীয় দলের খেলোয়াড়দের জয়ের মানসিকতার প্রশংসা করেন এবং সেইসঙ্গে তাঁর গর্বের কথা জানান। খেলায় ত্রুটি-বিচ্যুতি কাটাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সংক্রান্ত প্রধানমন্ত্রীর এক প্রশ্নের উত্তরে রমেশবাবু প্রজ্ঞানানন্দ এআই-এর মাধ্যমে দাবা খেলার বিবর্তনের কথা তুলে ধরেন। দিব্যা দেশমুখ গোটা দলের কঠোর শ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন। দেশের ক্রীড়া ক্ষেত্রের বিকাশে তাঁর সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তানিয়া সচদেব।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দিব্যেন্দু বড়ুয়া এই স্বর্ণপদক জয়কে ঐতিহাসিক আখ্যা দেন। নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের মনোভাব ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির প্রশংসা করেন তিনি। খেলোয়াড়দের প্রতি তাঁর আস্থার কথা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, এই জয় অন্য দাবা খেলোয়াড়দেরও প্রেরণা জোগাবে। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের আরও সাফল্য কামনা করেন এবং তাঁদের শুভেচ্ছা জানান।
PG/MP/SB
(Release ID: 2060645)