প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

২০২৪-এর বিশ্ব উদ্ভাবন সূচকে ৩৯তম স্থানের অধিকারী হল ভারত

এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 27 SEP 2024 10:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

 

বিশ্ব অর্থনীতিতে ভারত ৩৯তম অবস্থানে উন্নীত হওয়ার সংবাদে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২০২৪-এর আন্তর্জাতিক উদ্ভাবন সূচকের নিরিখে ভারত এই স্থানটি দখল করে নিয়েছে। 

এই ঘটনাকে স্বাগত জানিয়ে ভারতের এই সাফল্যকে এক উল্লেখযোগ্য অগ্রগতি বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, উদ্ভাবনের উপযোগী এক কর্মচঞ্চল পরিবেশ ও পরিস্থিতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের নিষ্ঠা ও একাগ্রতার কথাও তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, এইভাবেই দেশের যুব সমাজের কাছে অফুরন্ত সুযোগ সৃষ্টির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠবে।

এর আগে, এ সম্পর্কে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারতের এই সাফল্যের বার্তাকে তুলে ধরেছিলেন সমাজমাধ্যমের মঞ্চে। তার উল্লেখ করে শ্রী মোদী বলেছেন :

“এক উল্লেখযোগ্য সাফল্য! দেশে এক কর্মচঞ্চল উদ্ভাবন প্রচেষ্টার পরিবেশ ও পরিস্থিতি নিশ্চিত করে তুলতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, তা দেশের যুব সমাজের জীবনে এক বিশেষ রূপান্তর ঘটাবে বলে আমি মনে করি।”
 
PG/SKD/DM



(Release ID: 2060009) Visitor Counter : 7