প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

प्रविष्टि तिथि: 24 SEP 2024 4:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪  সেপ্টেম্বর, ২০২৪

 

নিউ ইয়র্কে সামিট অফ দ্য ফিউচারের ফাঁকে ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। 

দুই নেতার আলোচনায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ইউক্রেন সফরের প্রসঙ্গ উঠে আসে, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত মজবুত হতে থাকায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। ইউক্রেনের পরিস্থিতি এবং সেখানে শান্তি স্থাপনের লক্ষ্যে এগোনোর পন্থা-পদ্ধতিও আলোচনায় গুরুত্ব পায়।

কূটনীতি, আলোচনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের যে স্পষ্ট, ধারাবাহিক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গী ভারত বরাবর নিয়ে এসেছে, প্রধানমন্ত্রী তা পুনর্ব্যক্ত করেন। এই সংঘাতের দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ভারত সব ধরনের সহায়তা করতে প্রস্তুত করতে বলে তিনি জানান। 

৩ মাসের সামান্য বেশি সময়ের মধ্যে এটি দুই নেতার তৃতীয় সাক্ষাৎ। তাঁরা নিজেদের মধ্যে সংযোগ অব্যাহত রাখতে সহমত হয়েছেন। 

    


PG/SD/NS


(रिलीज़ आईडी: 2058333) आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam