প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Posted On: 24 SEP 2024 12:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ‘সামিট অফ দ্য ফিউচার’-এর ফাঁকে ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের রাষ্ট্রপতি শ্রী টু লাম-এর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী লাম ভিয়েতনাম কমিউনিস্ট পার্টিরও সাধারণ সম্পাদক।

রাষ্ট্রপতি টু লাম বর্ধিত নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান। ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে যৌথ সহযোগ অক্ষুণ্ণ রাখার কথাও বলেছেন তাঁরা। 

এ মাসের শুরুতেই টাইফুন ‘ইয়াগি’তে ভিয়েতনামে ব্যাপক জীবনহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী তাঁর সমবেদনা ও সহমর্মিতার মনোভাব ব্যক্ত করেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি এই প্রাকৃতিক বিপর্যয়ে ‘অপারেশন সদ্ভাব’-এর মাধ্যমে ভারত জরুরি মানবিক সহায়তা এবং ক্ষয়ক্ষতিজনিত ত্রাণ সাহায্য দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

উভয় নেতা গভীর ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক সম্বন্ধের গুরুত্বের ওপর আলোকপাত করে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে বর্ধিত কৌশলগত সম্পর্কের কথা জানান। ভিয়েতনামের প্রধানমন্ত্রী শ্রী ফাম মিন চিন-এর গত মাসে ভারত সফরের উল্লেখ করে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা এবং দু’দেশের মধ্যে সর্বাত্মক কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করার কথা বলেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে উভয় নেতার মধ্যে আলোচনা হয়। আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথ নিয়ে যৌথ ভূমিকার ওপরও গুরুত্ব দেন তাঁরা। 

 

PG/AB/DM..


(Release ID: 2058231) Visitor Counter : 32