কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

মিডিয়া ও বিনোদন ক্ষেত্র এক বিশাল পদক্ষেপের জন্য প্রস্তুত

কেন্দ্রীয় মন্ত্রিসভা অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেনডেড রিয়্যালিটি (এভিজিসি-এক্সআর)-র জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে

Posted On: 18 SEP 2024 3:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেনডেড রিয়্যালিটি (এভিজিসি-এক্সআর)-র জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। ২০১৩ সালের কোম্পানি আইনের আওতায় সেকশন-৮ কোম্পানি হিসেবে এটিকে গড়ে তোলা হবে। এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে ভারত সরকারের সঙ্গে শিল্প মহলের প্রতিনিধিত্ব করবে ফিকি ও সিআইআই। এটি মহারাষ্ট্রের মুম্বাইতে গড়ে তোলা হবে। 

এভিজিসি-এক্সআর ক্ষেত্র আজকের দিনে মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের এক অপরিহার্য অঙ্গ। চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম, গেমিং, বিজ্ঞাপন এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক ক্ষেত্রেও এর উপস্থিতি অনিবার্য। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং দেশজুড়ে ইন্টারনেটের বিস্তৃতি, সেইসঙ্গে সস্তায় ডেটা পাওয়ার সুবিধা থাকায় এভিজিসি-এক্সআর ক্ষেত্রের বিকাশ, বিশ্বজুড়ে জ্যামিতিক হারে বাড়ছে। 

এভিজিসি-এক্সআর ক্ষেত্রের বিকাশের চালিকাশক্তি

এই গতির সঙ্গে তাল রাখার জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রধান সংস্থা হিসেবে দেশে এভিজিসি-এক্সআর-এর পরিমণ্ডল গড়ে তুলবে। এই ক্ষেত্রের গবেষণা ও উন্নয়নের গতি বাড়বে এবং কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ও শিল্প বিশেষজ্ঞদের একজায়গায় আনবে। এই ক্ষেত্রের স্টার্ট-আপগুলির বিকাশে সহায়তা করবে এই প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠান দেশের সব প্রান্তের যুব সমাজের কাছে কর্মসংস্থানের বৃহত্তম কেন্দ্রগুলির একটি হয়ে উঠবে। সৃজনশীল শিল্প ও ডিজাইন ক্ষেত্রকে উৎসাহ দিয়ে এটি ভারতকে এভিজিসি-এক্সআর সংক্রান্ত হাব করে তুলবে এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যাবে। 

এই প্রতিষ্ঠান ভারতকে বিষয়বস্তু সংক্রান্ত হাব হিসেবেও গড়ে তোলার প্রয়াস চালাবে। মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ আনার চেষ্টা করবে।


PG/SD/SKD



(Release ID: 2056449) Visitor Counter : 46