প্রধানমন্ত্রীরদপ্তর
শুভ সম্বৎসরী থেকে দয়া, ক্ষমা, ঐক্য ও সম্প্রীতি শিক্ষার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
Posted On:
07 SEP 2024 10:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ সেপ্টেম্বর ২০২৪
শুভ সম্বৎসরী উপলক্ষে সমাজ মাধ্যমে এক হৃদয়স্পর্শী বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমাদের জীবনে সম্প্রীতি, দয়া ও ক্ষমার গুরুত্ব তিনি তাঁর বার্তায় তুলে ধরেছেন। দেশের নাগরিকদের তিনি আহ্বান জানিয়েছেন সংহতি ও সহমর্মিতাকে বরণ করে নেওয়ার জন্য। তিনি আরও আর্জি জানিয়েছেন, ঐক্য ও দয়ার শক্তিকে আমাদের জীবনের পাথেয় করে তুলতে, যাতে তা আমাদের সমষ্টির যাত্রাপথে পথ নির্দেশকের ভূমিকা পালন করে।
ঐ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
"সম্বৎসরী হল এমন একটি উপলক্ষ যা সম্প্রীতির শক্তিকে তুলে ধরে। অন্যকে দয়া ও ক্ষমা করার মতো শিক্ষা আমরা তা থেকে লাভ করি। জীবনপথে আমাদের চালিত করার লক্ষ্যে সংহতি ও সহমর্মিতাকে বরণ করে নেওয়ার জন্যও তা আহ্বান জানায়। এই শক্তিতে বলীয়ান হয়ে আসুন আমরা সকলে একত্রিত হওয়ার গভীর বন্ধনকে আরও গভীরতর করে তুলি। আমাদের আগামীদিনের যাত্রাপথকে আলোকিত করুক ঐক্য ও মার্জনার মানসিক শক্তি। Michhami Dukkadam"
PG/SKD/AS
(Release ID: 2053031)
Visitor Counter : 37
Read this release in:
Assamese
,
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Kannada
,
Malayalam