প্রধানমন্ত্রীরদপ্তর
ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানল বল্কাইয়ার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
04 SEP 2024 12:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বন্দর সেরি বেগাওয়ানের ইস্তানা নুরুল ইমান বিমানবন্দরে পৌঁছলে, তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানল বল্কাইয়া।
তাঁকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের কোনো রাষ্ট্রপ্রধানের এই প্রথম ব্রুনেই সফরে দু-দেশের মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিচ্ছে। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, খাদ্য সুরক্ষা, শিক্ষা, শক্তি, মহাকাশ প্রযুক্তি, স্বাস্থ্য, সংস্কৃতি, দু-দেশের মানুষের সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আইসিটি, ফিনটেক, সাইবার সুরক্ষা, প্রযুক্তির নতুন ক্ষেত্র এবং অচিরাচরিত শক্তির মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দুই নেতা একমত হন। দুই নেতাই যে কোনও ধরনের সন্ত্রাসবাদী কাজকর্মের নিন্দা করেন এবং এর বিরুদ্ধে একজোট হওয়ার জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন জানান।
দুই নেতার উপস্থিতিতে উপগ্রহ এবং উৎক্ষেপণের জন্য টেলিমেট্রি, ট্র্যাকিং এবং টেলিকম্যান্ড স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং ব্রুনেইয়ের পরিবহন ও তথ্য যোগাযোগ মন্ত্রী পেনগিরন দাতো শামহারি পেনগিরন দাতো মুস্তফা। বন্দর সেরি বেগাওয়ান ও চেন্নাইয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।
প্রধানমন্ত্রীর সম্মানে এক মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়।
ভারত ও ব্রুনেইয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ব্যাপারে দুই নেতার মধ্যে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ব্রুনেইয়ের সুলতানকে ভারত সফরে আসার জন্য আমন্ত্রণ জানান।
PG/MP/NS…
(रिलीज़ आईडी: 2051808)
आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam