প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পুরুষদের হাই জাম্প টি-৬৩ ইভেন্টে রৌপ্য পদক জয়ী শরদ কুমারকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন

Posted On: 04 SEP 2024 10:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জ্যাম্প টি-৬৩ ইভেন্টে রৌপ্য পদক জয়ের জন্য শরদ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। 
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “#Paralympics2024 – এ পুরুষদের হাই জাম্প টি-৬৩’তে শরদ কুমার রৌপ্য পদক জয় করেছেন! তাঁর উৎকর্ষতা ও ধারাবাহিকতার জন্য তিনি অনুপ্রেরণার উৎস। এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাই! সারা দেশকে তিনি অনুপ্রাণিত করেছেন।
 #Cheer4Bharat”

 

PG/CB/SB


(Release ID: 2051656) Visitor Counter : 35