যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
টেলিকম দপ্তর ‘টেলিকমিউনিকেশন্স (অ্যাডমিনিসট্রেশন অফ ডিজিটাল ভারত নিধি) রুলস, ২০২৪’ প্রজ্ঞাপিত করেছে
Posted On:
02 SEP 2024 9:29AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৪
ভারতের গেজেটে ২০ অগাস্ট ২০২৪ তারিখে জিএসআর ৫৩০ (ই) নম্বরের ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের টেলিকম দপ্তরের প্রজ্ঞাপিত টেলিকমিউনিকেশ আইন ২০২৩ (২০২৩-এর ৪৪) মোতাবেক ‘টেলিকমিউনিকেশন্স (অ্যাডমিনিসট্রেশন অফ ডিজিটাল ভারত নিধি) রুলস, ২০২৪’-এর অধীনে প্রথম দফার বিধি প্রকাশিত হয়েছে। এই খসড়া বিধিগুলিই ২০২৪-এর চৌঠা জুলাই প্রকাশিত হয়েছিল জনগণের পরামর্শ এবং মতামতের জন্য। এর জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছিল।
১৮৮৫-র ইন্ডিয়ান টেলিগ্রাফ আইনের অধীনে গঠিত ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডটি নতুন রূপ পেয়েছে ২০২৪-এর টেলিকমিউনিকেশন্স আইনের ২৪ (১) ধারা মোতাবেক ডিজিটাল ভারত নিধি হিসাবে। বর্তমানে এর আওতায় এমন কিছু বিষয় পড়ছে যাতে নতুন প্রজন্মের প্রযুক্তির ক্ষেত্রে ডিজিটাল ভারত নিধির সাহায্য প্রয়োজন হয়।
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এক্স-এ এক মন্তব্যে এই বিধিগুলিকে বর্ণনা করেছেন টেলিকম পরিষেবার সমান সুযোগ গ্রহণ সুনিশ্চিত করতে এবং ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ার ভারতের লক্ষ্যকে জোরদার করতে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে।
PG/ AP /NS
(Release ID: 2050965)
Visitor Counter : 41