রাষ্ট্রপতিরসচিবালয়
৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক-সন্ধ্যায় আগামীকাল দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
प्रविष्टि तिथि:
13 AUG 2024 6:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অগাস্ট, ২০২৪
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক-সন্ধ্যায় আগামীকাল (অগাস্ট ১৪, ২০২৪) দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন।
আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এই ভাষণ সম্প্রচার করা হবে সন্ধ্যে ৭টা থেকে। হিন্দি ভাষণের পর সম্প্রচারিত হবে তার ইংরেজি সংস্করণ। এর পর দূরদর্শনের আঞ্চলিক কেন্দ্রগুলি আঞ্চলিক ভাষায় এই ভাষণের অনুবাদ সম্প্রচার করবে। আকাশবাণীর আঞ্চলিক কেন্দ্রগুলিতে এই ভাষণের আঞ্চলিক ভাষার তর্জমা শোনা যাবে রাত ৯:৩০ মিনিটে।
PG/AC/SKD
(रिलीज़ आईडी: 2045211)
आगंतुक पटल : 68