মানবসম্পদবিকাশমন্ত্রক
জাতীয় শিক্ষা নীতি ২০২০-র চতুর্থ বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী “শিক্ষা শপথ” কর্মসূচি উদযাপন শিক্ষা মন্ত্রকের
সপ্তম দিনে দেশের বিদ্যালয়গুলিতে “বিদ্যাঞ্জলি ও তিথি ভোজনে সামিল সাধারণ মানুষ”
Posted On:
28 JUL 2024 10:37AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ জুলাই, ২০২৪
জাতীয় শিক্ষা নীতি ২০২০-র চতুর্থ বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী “শিক্ষা শপথ” কর্মসূচি উদযাপনে সামিল শিক্ষা মন্ত্রক। সপ্তম দিনে ২৮ জুলাই, দেশের বিদ্যালয়গুলিতে বিদ্যাঞ্জলি ও তিথি ভোজনে সাধারণ মানুষকে যুক্ত করে তোলায় জোর দেওয়া হয়। “শিক্ষা শপথ” কর্মসূচি শুরু হয় ২২ জুলাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১-এর ৭ সেপ্টেম্বর, বিদ্যাঞ্জলি কর্মসূচির সূচনা করেন। এর লক্ষ্য সামাজিক সংযোগ এবং দায়বদ্ধতার বোধ জাগিয়ে তুলে বিদ্যালয়গুলিতে শিক্ষার মান বাড়ানো। এক্ষেত্রে বেসরকারি বাণিজ্যিক সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও অন্তর্ভুক্ত।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যালয় শিক্ষা দপ্তর, স্কুলগুলির অনুসরণীয় বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। বিদ্যাঞ্জলি পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করছে এই স্কুলগুলি। বিভিন্ন ধরণের সহায়তার জন্য স্থানীয় ভিত্তিতে স্বেচ্ছাসেবকও খুঁজে নেওয়া হচ্ছে। এঁদের নাম স্কুলের নোটিশ বোর্ডে লেখা থাকবে। শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের ধন্যবাদ জানিয়ে চিঠি দেবেন।
পথনাটিকা, পোস্টার তৈরি করা, স্বেচ্ছাসেবামূলক নানান ধরণের কাজের তালিকা তৈরি করাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। রাজ্য এবং জেলাস্তরের আধিকারিকরাও এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।
এসব উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আদানপ্রদান বৃদ্ধি করে লেখাপড়ার পরিবেশকে আরও কার্যকর করে তোলা। এক্ষেত্রে অনুঘটকের কাজ করছে বিদ্যাঞ্জলি পোর্টাল (https://vidyanjali.education.gov.in/)।
PG/AC/SKD
(Release ID: 2038855)
Visitor Counter : 84