অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর প্যাকেজের আওতায় দেশের তরুণ ও যুবকদের জন্য দক্ষতা বিকাশ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Posted On: 23 JUL 2024 1:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৪

 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে তাঁর বাজেট ভাষণে প্রধানমন্ত্রীর প্যাকেজের আওতায় চতুর্থ একটি কর্মসূচির কথা ঘোষণা করে বলেন যে এই নতুন কর্মসূচিটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় অনুমোদিত একটি প্রকল্প। এর আওতায় দেশের ২০ লক্ষ তরুণ ও যুবককে আগামী পাঁচ বছরে সুদক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে। এজন্য ১ হাজারটি শিল্প প্রশিক্ষণ সংস্থাকে আরও উন্নত করে তোলার চিন্তাভাবনা করা হয়েছে। তরুণ ও যুবকদের দক্ষতা বিকাশের লক্ষ্যে তাঁদের প্রশিক্ষণসূচিও স্থির করা হবে। 

দক্ষতা বিকাশের জন্য ঋণ সহায়তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী ঘোষণা করেন যে আদর্শ দক্ষতা ঋণদান কর্মসূচি সংশোধন করে ৭ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সহায়তা মঞ্জুর করা হবে। এর ফলে প্রতি বছর ২৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবেন। 

 

PG/SKD/DM.


(Release ID: 2036013) Visitor Counter : 58