প্রধানমন্ত্রীরদপ্তর

পদ্মশ্রী কমলা পূজারীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

Posted On: 20 JUL 2024 4:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ জুলাই, ২০২৪

 

পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কমলা পূজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে দেশের কৃষি ক্ষেত্রে বিশেষত জৈব কৃষি পদ্ধতিকে আরও উন্নত করে তুলতে এবং কৃষি বীজ সংরক্ষণে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। 

সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

"শ্রীমতী কমলা পূজারীজির প্রয়াণে আমি ব্যথিত। কৃষি ক্ষেত্রে বিশেষত জৈব কৃষি পদ্ধতি এবং দেশীয় কৃষি বীজ সংরক্ষণে তিনি এক বিরাট অবদানের নজির রেখে গেছেন। জীববৈচিত্র্যকে নিরন্তর ও সুরক্ষিত করে তুলতে তাঁর প্রচেষ্টা কোনদিনই বিস্মৃত হওয়ার নয়। দেশের আদিবাসী সম্প্রদায়গুলির ক্ষমতায়নেও তিনি ছিলেন এক উজ্জ্বল আদর্শ বিশেষ। তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের জানাই আমার শোক ও সমবেদনা। ওম শান্তি।" 


ଶ୍ରୀମତୀ କମଳା ପୂଜାରୀଙ୍କ ପରଲୋକ ଖବର ଶୁଣି ମର୍ମାହତ। କୃଷି କ୍ଷେତ୍ର, ବିଶେଷ କରି ଜୈବିକ କୃଷି ପଦ୍ଧତିକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଦେବା ଏବଂ ସ୍ୱଦେଶୀ ବିହନ ସଂରକ୍ଷଣ କ୍ଷେତ୍ରରେ ତାଙ୍କର ଉଲ୍ଲେଖନୀୟ ଯୋଗଦାନ ରହିଥିଲା। ଦୀର୍ଘସ୍ଥାୟୀ ବିକାଶ ଓ ଜୈବ ବିବିଧତାର ସୁରକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟ ସର୍ବଦା ସ୍ମରଣୀୟ ହୋଇ ରହିବ । ଜନଜାତି ସମ୍ପ୍ରଦାୟର ସଶକ୍ତୀକରଣ କ୍ଷେତ୍ରରେ ସେ ଜଣେ ଆଲୋକବର୍ତ୍ତିକା ସଦୃଶ ଥିଲେ। ତାଙ୍କ ପରିବାର ଓ ଅନୁଗାମୀଙ୍କ ପ୍ରତି ସମବେଦନା ଜଣାଉଛି । ଓଁ ଶାନ୍ତି ।

 

PG/SKD/AS



(Release ID: 2034735) Visitor Counter : 10