কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

“জাতীয় ফরেন্সিক পরিকাঠামো বিকাশ প্রকল্প”-এ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 19 JUN 2024 8:05PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৯  জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ “জাতীয় ফরেন্সিক পরিকাঠামো বিকাশ প্রকল্প” রূপায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ সময়কালে এজন্য খরচ ধরা হয়েছে ২২৫৪.৪৩ কোটি টাকা।

প্রকল্পের আওতায় গড়ে তোলা হবে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একাধিক চত্ত্বর এবং পরীক্ষাগার। দিল্লিতে জাতীয় ফরেন্সিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নত করে তোলা হবে।

বৈজ্ঞানিক পন্থায় এবং সময়ানুগ পদ্ধতিতে প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষন করে দক্ষ ফৌজদারি বিচার ব্যবস্থা গড়ে তোলায় সরকার দায়বদ্ধ।

উল্লেখ্য, নতুন ফৌজদারি আইনবিধি চালু হতে চলেছে খুব শীঘ্রই। সেখানে বলা আছে, ৭ বছর কিংবা তার বেশি মেয়াদে সাজা হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে ফরেন্সিক তদন্ত বাধ্যতামূলক। প্রশিক্ষিত ফরেন্সিক বিশেষজ্ঞের সংখ্যা এখনও অপ্রতুল। এই দিকগুলিতে লক্ষ্য রেখেই সরকারের এই পদক্ষেপ। ভারত সরকার চায় প্রকৃত দোষীদের শাস্তি বিধানের হার অন্তত ৯০ শতাংশে নিয়ে যাওয়া।

 

PG/AC/NS


(Release ID: 2026824) Visitor Counter : 74