কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

২০২৪-২৫ বিপণন মরশুমের জন্য খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 19 JUN 2024 7:55PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৯  জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ২০২৪-২৫ বিপণন মরশুমের জন্য তালিকাভুক্ত খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে।

কৃষকদের কাছে ফসলের ন্যায্য দাম পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তৈলবীজ এবং ডালের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে সব থেকে বেশি।

সাধারণ ধানের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ১১৭ টাকা বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে। মিশ্র জওয়ারের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল আগের মরুশুমের তুলনায় ১৯১ টাকা বাড়িয়ে ৩,৩৭১ টাকা করা হয়েছে। বাজরার ন্যূনতম সহায়ক মূল্য ২০২৩-২৪ বিপণন মরশুমের তুলনায় কুইন্টাল প্রতি ১২৫ টাকা বেড়ে হয়েছে ২৬২৫ টাকা। অড়হর ডালের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ৫৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৫৫০ টাকা। মুগ ডালের ন্যূনতম সহায়ক মূল্য হয়েছে কুইন্টাল প্রতি ৮৬৮২ টাকা- আগের মরশুমের তুলনায় ১২৪ টাকা বেশি। সূর্যমুখী বীজের ন্যূনতম সহায়ক মূল্য আগের মরশুমের তুলনায় ৫২০ টাকা বাড়িয়ে প্রতি কুইন্টাল ৭২৮০ টাকা হয়েছে। তুলোর ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৫০১ টাকা বেড়েছে।

ন্যূনতম সহায়ক মূল্যের এই বৃদ্ধি ২০১৮-১৯’এ বাজেট প্রতিশ্রুতির সঙ্গে সাযুজ্যপূর্ণ। সেখানে বলা হয়, ন্যূনতম সহায়ক মূল্য হতে হবে ফসল উৎপাদনের ব্যয়ের অন্তত দেড় গুণ।

 

PG/AC/NS


(Release ID: 2026823) Visitor Counter : 227