প্রধানমন্ত্রীরদপ্তর

জি৭ আপুলিয়া শিখর সম্মেলনের জন্য ইতালি সফরে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর বার্তা

Posted On: 13 JUN 2024 5:36PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জুন, ২০২৪

 

প্রধানমন্ত্রী জিয়র্জিয়া মেলোনির আমন্ত্রণে আমি ইতালির আপুলিয়া সফরে যাচ্ছি ১৪ জুন ২০২৪-এ জি৭ আউটরিচ সামিটে যোগ দিতে। 

আমার তৃতীয়বারের মেয়াদে প্রথম সফরে জি৭ শিখর সম্মেলনে যোগ দিতে ইতালি যাওয়ার জন্য আমি খুশি। আমি আন্তরিকভাবে ২০২১-এ জি২০ শিখর সম্মেলনের জন্য আমার ইতালি সফর স্মরণ করছি। গত বছর প্রধানমন্ত্রী মেলোনির দু’বারের ভারত সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে গতি এবং গভীরতা এনেছে। ভারত – ইতালি কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে এবং ভারত - প্রশান্তমহাসাগরীয় ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি করতে আমরা দায়বদ্ধ। 

আউটরিচ অধিবেশনে আলোচনায় আলোকপাত করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের ওপর। ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত জি২০ শিখর সম্মেলন এবং আসন্ন জি৭ শিখর সম্মেলনের প্রস্তাবনার মধ্যে আরও বেশি সংযোগ ঘটানোর সুবিধা হবে এবং গ্লোবাল সাউথের জন্য জরুরী বিষয়গুলি নিয়ে আলোচনা করারও সুযোগ হবে। 

আমি শিখর সম্মেলনে অংশগ্রহণকারী অন্য নেতাদের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছি। 

PG/AP/AS



(Release ID: 2025199) Visitor Counter : 159