অর্থমন্ত্রক

অর্থ ও কর্পোরেট বিষয়ক দফতরের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীমতী নির্মলা সীতারামন

নাগরিকদের ‘সহজ জীবনযাপন’ সুনিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে আরও পদক্ষেপ নেওয়া হবে, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Posted On: 12 JUN 2024 10:14AM by PIB Kolkata

নতুন দিল্লি ১২ জুন ২০২৪


শ্রীমতী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে অর্থ ও কর্পোরেট বিষয়ক দফতরের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 
নর্থ ব্লকের দফতরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় অর্থসচিব ডঃ টি ভি সোমানাথন ও মন্ত্রকের অন্য সচিবরা। 
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে আবারও তাঁকে দেশের সাধারণ মানুষের সেবা করার সুযোগ দেওয়ার শ্রীমতী সীতারামন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
অর্থমন্ত্রী বলেন, গত ১০ বছরে শক্তিশালী নেতৃত্ব এবং উন্নয়নমুখী শাসন বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন এনেছে। এরফলে, এক মজবুত ও প্রাণবন্ত অর্থনীতি গড়ে উঠেছে।
দায়িত্ব গ্রহণের পর শ্রীমতী সীতারামনকে অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের বিভিন্ন দফতরের সচিবরা নীতি সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে অবহিত করেন। 
শ্রীমতী সীতারামন বলেন, নাগরিকদের ‘সহজ জীবনযাপন’ সুনিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে আরও পদক্ষেপ নেওয়া হবে। 
তিনি বলেন, ২০১৪ সাল থেকে যেসব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অব্যাহত থাকবে। এগুলি সমষ্টিগত অর্থনৈতিক সুস্থিতি বজায় রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করবে। বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও সাম্প্রতিক বছরগুলিতে ভারত যে প্রশংসনীয় অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, তার উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী বছরগুলিতেও ভারতীয় অর্থনীতিকে ঘিরে অনেক আশা রয়েছে। 
এনডিএ সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে জোরালোভাবে এগিয়ে নিয়ে যেতে এবং প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনের উপযোগী নীতি প্রণয়ন করতে অর্থমন্ত্রী দফতরগুলির প্রতি আহ্বান জানান। 
অর্থমন্ত্রী বলেন, সরকার ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এ বিশ্বাস করে। এক শক্তিশালী ও প্রাণবন্ত অর্থনীতি সুনিশ্চিত করতে তিনি শিল্পপতি, নিয়ন্ত্রক এবং নাগরিক সহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রার্থনা করেন।


PG/SD/CS



(Release ID: 2024736) Visitor Counter : 27