কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিগত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে যে ধারাবাহিক বৈপ্লবিক পরিচালন সংস্কার প্রত্যক্ষ করা গেছে, এই পর্বেও তা অব্যাহত থাকবে” বললেন কর্মীবর্গ, জনঅভিযোগ এবং পেনশন দফতরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং

Posted On: 11 JUN 2024 12:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুন, ২০২৪

 

ডঃ জিতেন্দ্র সিং আজ কর্মীবর্গ, জনঅভিযোগ এবং পেনশন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। এই নিয়ে তৃতীয়বার তিনি এই দফতরের দায়িত্ব নিলেন। আজ সকাল ১০ টায় নতুন দিল্লির নর্থ ব্লকে দায়িত্বভার গ্রহণের পর ডঃ জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ গত ১০ বছর ধরে যে ধারাবাহিক বৈপ্লবিক পরিচালন সংস্কার প্রত্যক্ষ করেছে, এই পর্বেও সেই ধারা অব্যাহত থাকবে।


এই নিয়ে তৃতীয়বার তাঁকে এই দায়িত্বভার দেওয়ায় ডঃ জিতেন্দ্র সিং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০১৪ সাল থেকে তিনি এই পদের দায়িত্বে রয়েছেন। ডঃ সিং উধমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। 

দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই সংস্কার চলবে। বিগত ১০ বছর ধরে যে কাজ হয়ে আসছে, তা চালিয়ে যাওয়া হবে বলে তিনি জানান। দফতরের সাফল্যের উল্লেখ করতে গিয়ে ডঃ জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে ডিওপিটি অভূতপূর্ব পরিচালন সংস্কার প্রত্যক্ষ করেছে। ন্যূনতম সরকারী হস্তক্ষেপ এবং সর্বোচ্চ পরিচালন ব্যবস্থা জনকেন্দ্রিকতার গতিকে ত্বরান্বিত করে দেশবাসীর জীবনে স্বাচ্ছন্দ্য বিধান করেছে। বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না কন্যাদের ক্ষেত্রে পেনশনের যে সংস্কার ঘটানো হয়েছে, তার ওপর আলোকপাত করে তিনি বলেন, বিভিন্ন সরকারী দফতরে আইন এবং নিয়মকানুনের ক্ষেত্রেও সংস্কার ঘটানো হয়েছে। চাকরি প্রার্থী নির্বাচনে ইন্টারভিউ প্রক্রিয়া বাতিলের উল্লেখ করে তিনি বলেন, প্রাচীন নিয়মকানুনের বদল হওয়ায় প্রত্যন্ত এলাকার চাকরি প্রার্থীরাও উৎসাহিত হচ্ছেন। ডঃ জিতেন্দ্র সিং গত ২ টি পর্বে প্রশাসনিক সংস্কার এবং যুগান্তকারী কর্মযোগী মিশনকে বৈপ্লবিক সংস্কারের উল্লেখযোগ্য দিক বলে উল্লেখ করেন। বিশ্বজুড়ে জনঅভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে সিপিজিআরএএমএস-কে একটি আদর্শ মডেলের আখ্যাও দেন তিনি। 

মন্ত্রীর দায়িত্বভার গ্রহণের সময় জনঅভিযোগ এবং প্রশাসনিক সংস্কার দফতের সচিব শ্রী ভি শ্রীনিবাস এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের সচিব শ্রীমতি এস রাধা চৌহ্বান সহ পদস্থ আধিকারিকরা সেখানে  উপস্থিত ছিলেন।


PG/AB /SG


(Release ID: 2024469) Visitor Counter : 45