জাহাজচলাচলমন্ত্রক

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রী সর্বানন্দ সোনোয়াল

Posted On: 11 JUN 2024 6:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ জুন, ২০২৪

 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল ১০ জুন নতুন দিল্লিতে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি তাঁর দপ্তরের কর্মীদের উদ্দেশে ভাষণ দেন। দেশের জনগণের সেবায় তাঁর দল যথাযথভাবে কাজ করবে বলে আস্থা প্রকাশ করেন তিনি। ‘বিকশিত ভারত’ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধতার কথাও পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি তাঁর দলকে যথাযথ কাজ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। 

অনুষ্ঠানে শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক সমুদ্র ক্ষেত্রের ক্ষমতায়নে অভূতপূর্ব কাজ করছে। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে এই ক্ষেত্রকে গড়ে তুলতে সার্বিক বিকাশে নজর দিতে হবে। আমরা দেশ গঠনের জন্য কাজ চালিয়ে যাব। ‘বিকশিত ভারত’ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমাদের মন্ত্রক অমৃতকাল ভিশন, ২০৪৭-এর পরিকল্পিত সামগ্রিক বিকাশের জন্য সমুদ্র ক্ষেত্রের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।”

PG/PM/DM



(Release ID: 2023998) Visitor Counter : 30