রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি ভবন থেকে প্রচারিত প্রেস বার্তা

Posted On: 07 JUN 2024 7:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ জুন, ২০২৪

 

ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী জে পি নাড্ডার নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) এক প্রতিনিধি দল আজ বেলা আড়াইটের সময় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং বিজেপি সংসদীয় দলের নেতা হিসাবে শ্রী নরেন্দ্র মোদীর নির্বাচনের বিষয়টি পত্রের মাধ্যমে অবহিত করেন। এছাড়াও এনডিএ-র সহযোগী দলগুলির এবিষয়ে সমর্থনের চিঠিগুলিও রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন শ্রী রাজনাথ সিং, শ্রী অমিত শাহ, শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং ডাঃ সি এন মঞ্জুনাথ। এঁরা সকলেই বিজেপির সদস্য। তেলেগু দেশম পার্টির শ্রী এন চন্দ্রবাবু নাইডু এবং  জনতা দল (ইউনাইটেড)-এর পক্ষ থেকে শ্রী নীতীশ কুমার, শ্রী রাজীবরঞ্জন সিং (লালন সিং) এবং শ্রী সঞ্জয় ঝাও ছিলেন এই প্রতিনিধি দলে। অন্যান্য যে সমস্ত সহযোগী দলের সদস্যরা এদিন প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন তাঁরা হলেন জনতা দল (সেক্যুলার)-এর শ্রী এইচ ডি কুমার স্বামী; লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) শ্রী চিরাগ পাসওয়ান; হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেক্যুলার)শ্রী জিতন রাম মাঝি; জনসেনার শ্রী পবন কল্যাণ; জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির শ্রী অজিত পাওয়ার;  আপনা দলের শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল; রাষ্ট্রীয় লোকদলের শ্রী জয়ন্ত চৌধুরী; ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের শ্রী জয়ন্ত বসুমাতারি; অসম গণপরিষদের শ্রী অতুল বোরা; সিকিম ক্রান্তিকারী মোর্চার শ্রী ইন্দ্র এইচ সুব্বা; অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের শ্রী সুদেশ মাহতো ও শ্রী চন্দ্র প্রকাশ চৌধুরী এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (এ) শ্রী রামদাস আতাওয়ালে৷

প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরেন্দ্র মোদীকে সমর্থনের এই চিঠিগুলি পাওয়ার পর রাষ্ট্রপতি শ্রী মোদীকে তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণের নির্দিষ্ট দিন ও সময় সম্পর্কে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন। 

রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক প্রেস বার্তায় এই তথ্য প্রকাশ পেয়েছে। 


PG/SKD/ASa



(Release ID: 2023671) Visitor Counter : 29