প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

তাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে

Posted On: 06 JUN 2024 2:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ জুন, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেঠঠা থাবিসিনের কাছ থেকে একটি আন্তরিক ও উষ্ণ টেলিফোন পান। তাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী মোদীকে অভিনন্দন জানান সাধারণ নির্বাচনে জয়ের জন্য।
দুই প্রধানমন্ত্রীই বাণিজ্য, লগ্নি, সংস্কৃতি ও মানুষে মানুষের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী এবং জোরালো দ্বিপাক্ষিক মৈত্রী আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। 

PG/AP/SB


(Release ID: 2023343) Visitor Counter : 80