নির্বাচনকমিশন

আগামীকালের ষষ্ঠ দফার ভোটের জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি

৫৮টি লোকসভা কেন্দ্র, ১১.১৩ কোটি ভোটার, ১.১৪ লক্ষেরও বেশি ভোটদান কেন্দ্র, ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

একই সঙ্গে ওড়িশার ৪২টি বিধানসভা আসনে নির্বাচন


ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Posted On: 24 MAY 2024 2:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মে, ২০২৪ 

 

আগামীকালের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চালাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। দেশের ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট নেওয়া হবে। এই পর্বে হরিয়ানা এবং দিল্লিতেও ভোট নেওয়া হবে। সেইসঙ্গে, বিহার, ঝাড়খন্ড, জম্মু ও কাশ্মীর, ওড়িশা, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গেও এই দফায় নির্বাচন হবে। পাশাপাশি, ওড়িশার ৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। 

গরম কিংবা বৃষ্টির কারণে ভোট গ্রহণ পর্ব যাতে বিঘ্নিত না হয়, সেই কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিইও এবং অন্যান্যদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত ছাউনি, পানীয় জল, শৌচাগার সহ অন্যান্য ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। 

নিজেদের নাগরিক অধিকার প্রয়োগে বিপুল সংখ্যায় ভোটদান কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য ভোটারদের কাছে আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন। 


শেষ পর্বে অর্থাৎ সপ্তম দফায় আগামী ১ জুন বাকি ৫৭টি লোকসভা আসনে নির্বাচন হবে। ৪ জুন ভোট গণনা হবে। প্রথম ৫টি দফায় দেশের ২৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৪২৮টি লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। 


ষষ্ঠ দফার নির্বাচন সম্পর্কে কিছু তথ্য:

১) ২৫ মে, ২০২৪ তারিখে ষষ্ঠ দফায় দেশের ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি সংসদীয় আসনে (সাধারণ – ৪৯, তপশিলি জাতি – ৭ এবং তপশিলি উপজাতি – ২) সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ওড়িশার ৪২টি বিধানসভা আসনেও (সাধারণ – ৩১, তপশিলি জাতি – ৬ এবং তপশিলি উপজাতি – ৫) ভোট নেওয়া হবে। 

২) ভোটকর্মী রয়েছেন প্রায় ১১.৪ লক্ষ। ১.১৪ লক্ষ ভোট গ্রহণ কেন্দ্রে ১১.১৩ কোটিরও বেশি ভোটদাতা রয়েছেন। ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটদাতা রয়েছেন ৮.৯৩ লক্ষ। ১০০ বছরের ঊর্ধ্বে ২৩ হাজার ৬৫৯ জন এবং ৯.৫৮ লক্ষ শারীরিক প্রতিবন্ধী ভোটদাতা রয়েছেন। 


৩) ১৮৪ জন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এছাড়া, কিছু কিছু রাজ্যে বিশেষ পর্যবেক্ষকও নিযুক্ত করা হয়েছে। 

৪) ২৫৭টি আন্তর্জাতিক সীমান্ত এবং ৯২৭টি আন্তঃরাজ্য সীমানার চেকপোস্টে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 


৫) ভোটদান কেন্দ্র সহ অন্যান্য তথ্য পেতে এই লিঙ্কে ক্লিক করুন -  https://electoralsearch.eci.gov.in/

৬) ভোটার পরিচয়পত্র (এপিক) ছাড়াও ১২ ধরনের বিকল্প পরিচয়পত্রের ব্যবস্থা রাখা হয়েছে। বিকল্প পরিচয়পত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে এই লিঙ্কে ক্লিক করুন - https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzBiU51zPFZI5qMtjV1qgjFsi8N4zYcCRaQ2199MM81QYarA39BJWGAJqpL2w0Jta9CSv%2B1yJkuMeCkTzY9fhBvw%3D%3D

৭) সন্ধ্যা ৭টা পর্যন্ত ২ ঘন্টা অন্তর ভোটদানের হার সম্পর্কে তথ্য জানা যাবে। কেন্দ্র-ভিত্তিক তথ্য পেতে এই লিঙ্ক দুটি ডাউনলোড করুন - https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.pollturnout&hl=en_IN&pli=1 https://apps.apple.com/in/app/voter-turnout-app/id1536366882

PG/MP/SB



(Release ID: 2021537) Visitor Counter : 56