নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটদানের হার ৭৪.৬৫শতাংশ

দেশে গড় ভোটদানের হার ৬০.০৯ শতাংশ

Posted On: 20 MAY 2024 11:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০মে, ২০২৪

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পঞ্চমদফায় ৭টি লোকসভা আসনে ভোটদানের হার ৭৪.৬৫ শতাংশ। দেশে ৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি লোকসভা আসনে মোট ভোটদানের হার ৬০.০৯ শতাংশ। এই হিসেব রাত ১১-৩০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। ভোট কর্মীরা ভোটগ্রহণ কেন্দ্র থেকে ফিরতে শুরু করেছেন। পূর্ববর্তী পর্যায়গুলির মতোই বিধানসভা ক্ষেত্রভিত্তিক লোকসভার নির্বাচনী ক্ষেত্র আধিকারিকদের ভিটিআর অ্যাপ-এ সরাসরি দেওয়া তথ্যের ভিত্তিতে এই সংখ্যা আরও পরিবর্তন হতে পারে।

 

রাত ১১-৩০ মিনিট পর্যন্ত রাজ্যভিত্তিক আনুমানিক ভোটদানের হার নিচে দেওয়া হল –

 

ক্রমিক সংখ্যা

রাজ্য / কেন্দ্রশাসিতঅঞ্চল

লোকসভা আসন সংখ্যা

শতাংশের হিসেবে আনুমানিক ভোটদানের হার

বিহার

৫৪.৮৫

জম্মু ও কাশ্মীর

৫৬.৭৩

ঝাড়খণ্ড

৬৩.০৭

লাদাখ

৬৯.৬২

মহারাষ্ট্র

১৩

৫৪.২৯

ওড়িশা

৬৭.৫৯

উত্তরপ্রদেশ

১৪

৫৭.৭৯

পশ্চিমবঙ্গ

৭৪.৬৫

ওপরে উল্লিখিত ৮টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল (৪৯টি লোকসভা আসন)

৪৯

৬০.০৯

 

 

 

 

PG/AB/NS


(Release ID: 2021259) Visitor Counter : 308