নির্বাচনকমিশন

২০২৪-এর লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৮৯

Posted On: 18 MAY 2024 3:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মে, ২০২৪

 

২০২৪-এর লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮৯ জন প্রার্থী। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের ৩ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অনন্তনাগ-রাজৌরির ২০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যাও অন্তর্ভুক্ত।

 

ষষ্ঠ পর্যায়ে ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য মোট ১,৯৭৮টি মনোনয়ন জমা পড়েছিল। এই পর্যায়ে মনোনয়ন পেশের শেষদিন ছিল গত ৬ মে। সবক’টি মনোনয়ন পরীক্ষা করে ৯০০টিকে বৈধ বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, ৩ নম্বর অনন্তনাগ-রাজৌরি ভোটগ্রহণ কেন্দ্রটির জন্য মোট ২৮টি মনোনয়নের মধ্যে তৃতীয় পর্যায়ে ২১টি মনোনয়নকে বৈধ বলে গণ্য করা হয়।

 

ষষ্ঠ পর্যায়ে উত্তরপ্রদেশের ১৪টি সংসদীয় নির্বাচন ক্ষেত্রের জন্য সর্বাধিক ৪৭০টি মনোনয়নপত্র জমা পড়ে। হরিয়ানার ১০টি ভোটগ্রহণ কেন্দ্রের জন্য জমা পড়ে ৩৭০টি মনোনয়ন। আবার, ঝাড়খণ্ডের ৮ নম্বর রাঁচি সংসদীয় নির্বাচন ক্ষেত্রে দাখিল করা মনোনয়নের সংখ্যা ছিল ৭০টি। অন্যদিকে, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির ২ নম্বর উত্তর-পূর্ব দিল্লি ভোটগ্রহণ কেন্দ্রটির জন্য ৬৯টি মনোনয়নপত্র জমা পড়ে। ষষ্ঠ পর্যায়ের নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্র পিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গড় সংখ্যা হল ১৫।

 

২০২৪-এর সাধারণ নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক বিস্তারিত পরিসংখ্যান :

 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

ষষ্ঠ পর্যায়ে ভোটকেন্দ্রের সংখ্যা

জমা পড়া মনোনয়ন

যাচাইয়ের পর যোগ্য প্রার্থীর সংখ্যা

মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা

বিহার

২৪৬

৮৯

৮৬

হরিয়ানা

১০

৩৭০

২৩৯

২২৩

জম্মু ও কাশ্মীর*

-

 

২০

ঝাড়খণ্ড

২৪৫

৯৬

৯৩

জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি

৩৬৭

১৬৬

১৬২

ওড়িশা

১৩০

৬৫

৬৪

উত্তরপ্রদেশ

১৪

৪৭০

১৬৪

১৬২

পশ্চিমবঙ্গ

১৫০

৮১

৭৯

মোট

৫৮

১৯৭৮

৯০০

৮৮৯

 

*জম্মু ও কাশ্মীরের ৩ নম্বর অনন্তনাগ-রাজৌরি ভোটগ্রহণ কেন্দ্রের স্থগিত নির্বাচনের যে পরিসংখ্যানগত তথ্য দেওয়া হয়েছে তা তৃতীয় থেকে ষষ্ঠ পর্যায়ের

PG/SKD/DM



(Release ID: 2021054) Visitor Counter : 65