স্বরাষ্ট্র মন্ত্রক
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে পুলিশ, এনসিবি, সিবিআই, আরবিআই প্রভৃতি সংস্থার নামে ছদ্মবেশে সাইবার অপরাধীদের ব্ল্যাকমেল এবং ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারি সংক্রান্ত হুঁশিয়ারির ব্যাপারে সকলকে সতর্ক করা হচ্ছে
Posted On:
14 MAY 2024 4:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ মে, ২০২৪
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে পুলিশ, এনসিবি, সিবিআই, আরবিআই প্রভৃতি সংস্থার নামে ছদ্মবেশে সাইবার অপরাধীদের ব্ল্যাকমেল এবং ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারি সংক্রান্ত হুঁশিয়ারির ব্যাপারে সকলকে সতর্ক করা হচ্ছে। জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালে ভয় দেখানো, ডিজিটাল মাধ্যমে গ্রেপ্তারি, জোর-জুলুম করে টাকা হাতানো, ব্ল্যাকমেল সংক্রান্ত নানা অভিযোগ নথিভুক্ত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এইসব সাইবার অপরাধীরা ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ছদ্মবেশে এবং বিভিন্ন সংস্থার নামে ভয় দেখাচ্ছে অবৈধ কোনো জিনিস, মাদক, জাল পাসপোর্ট, নিষিদ্ধ কোনো দ্রব্য এইসব তাদের হাতে এসেছে, এবং কোনো ব্যক্তির নাম করে তারা ভয় দেখাচ্ছে যে তার কোন আত্মীয়স্বজন বা পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। এই জাতীয় ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তির জন্য তারা মোটা টাকা দাবি করছে এবং সাইবার মাধ্যমে যেমন স্কাইপে বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ভিডিও কল করে এই জাতীয় হুমকি দিচ্ছে তারা। কোনো থানার পুলিশ অথবা কোনো সরকারি আধিকারিকের বেশে সাইবার অপরাধীরা এই জাতীয় কাজ চালিয়ে যাচ্ছে।
দেশ জুড়ে অপরাধীদের এ রকম হুমকির ফলে বহু মানুষ তাদের অনেক টাকা খুইয়েছেন। আন্তঃসীমান্ত বরাবর অপরাধ শাখা দ্বারা অনলাইন মারফত এই জাতীয় অর্থনৈতিক অপরাধ ঘটানো হচ্ছে। গৃহ মন্ত্রক এই জাতীয় অপরাধীদের শনাক্ত করতে বিভিন্ন মন্ত্রক এবং সংস্থা যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ভারতীয় সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সমন্বয় কেন্দ্র (১৪সি)-র আওতায় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্তৃপক্ষকে এবং তদন্তকারী সংস্থাগুলিকে এইসব সাইবার অপরাধীদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যও প্রদান করছে। ১৪সি দ্বারা প্রায় ১ হাজারেরও বেশি স্কাইপে আইডি-কে ব্লক করে দেওয়া হয়েছে। মাইক্রোসফ্ট-এর সঙ্গে যৌথ সমন্বয়ের ভিত্তিতে এই জাতীয় সংগঠিত অপরাধ দমনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাইবার অপরাধীরা যেসব অ্যাকাউন্ট, মোবাইল এবং সিম কার্ড ব্যবহার করছে সেগুলিকেও ব্লক করা হচ্ছে। ১৪সি-র দ্বারা সামাজিক মাধ্যম সাইবার দোস্ত যেমন এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইন্সটাগ্রাম এবং অন্যান্য জায়গায় এইসব অপরাধীদের ছবি এবং অপরাধ সংক্রান্ত বিষয় প্রকাশ করা হচ্ছে।
নাগরিকদের কাছে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন এ বিষয়ে সতর্ক থাকেন এবং এই জাতীয় অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলেন। হঠাৎ করে মোবাইলে এ রকম কোনো ফোন পেলে সাইবার অপরাধ হেল্পলাইন নাম্বার ১৯৩০ অথবা http://www.cybercrime.gov.in/-এ সত্বর জানাতে অনুরোধ করা হচ্ছে।
PG/AB/NS
(Release ID: 2020632)
Visitor Counter : 92
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Nepali
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam