নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

তৃতীয় দফার ভোটের প্রস্তুতি

৯৩টি লোকসভার আসন, ভোটার ১৭.২৪ কোটি, ভোট কেন্দ্র ১.৮৫ লক্ষ, ১১ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন

Posted On: 06 MAY 2024 8:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ মে, ২০২৪ 

 

আগামীকালের তৃতীয় দফার লোকসভার ভোটকে ঘিরে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই মনে করা হচ্ছে। তথাপি ভোটারদের সুবিধার্থে গরমের কথা ভেবে জল ও তাঁবু, পাখার ব্যবস্থা রাখা হয়েছে ভোট কেন্দ্রগুলিতে। 
ভোট সংক্রান্ত তথ্যাদি নির্বাচনের আগেই মেসেজ এবং অন্যান্য মাধ্যমে যাতে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য ৪টি প্রধান টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা – ভারত সঞ্চার নিগম, ভারতী এয়ারটেল, জিও টেলিকমিউনিকেশন এবং ভোডাফোন-আইডিয়া লিমিটেড’কে অংশীদার করেছে নির্বাচন কমিশন। ভোটারদের উপস্থিতি নথিভুক্ত করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যায় ফর্ম ১৭সি রাখা হয়েছে। এই ফর্মে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর থাকবে। এর ফলে, বুথ-ভিত্তিক ভোটদাতাদের প্রকৃত সংখ্যা জানা যাবে। 


ভোটদান সংক্রান্ত সমস্ত তথ্য এই দুটি লিঙ্কে ক্লিক করে জানা যাবে - https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.pollturnout&hl=en_IN
https://apps.apple.com/in/app/voter-turnout-app/id1536366882

প্রতিটি লোকসভা কেন্দ্রে বিধানসভা-ভিত্তিক ভোটদানের হার সংক্রান্ত তথ্যাদি তাৎক্ষণিকভাবে অ্যাপ-এ পাওয়া যাবে। প্রতি দু’ঘন্টা অন্তর সন্ধে ৭টা পর্যন্ত ভোটদানের হার আপডেট করা হবে। সন্ধ্যা ৭টার পর ভোটদানের হার ভোট প্রক্রিয়া সম্পন্ন হলে, আপডেট করা হবে। এর ফলে, সংবাদমাধ্যম এবং  সংশ্লিষ্ট অন্যরা উপকৃত হবে। 


আগামীকাল ১১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। উল্লেখ করা যেতে পারে, জম্মু ও কাশ্মীরে অনন্তনাগ -রাজৌরি সংসদীয় কেন্দ্রে ষষ্ঠ দফায় ভোট নেওয়া হবে। এছাড়া সুরাট লোকসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে বেতুল লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফার পরিবর্তে এই দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
তৃতীয় পর্বে ভোট প্রক্রিয়ার সাক্ষী থাকবেন বেশ কয়েকজন বিদেশি প্রতিনিধি। ২৩টি দেশের ৭৫ জন প্রতিনিধি ৬টি রাজ্যের ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। 


তৃতীয় পর্বের ভোটের কিছু তথ্য:

১) ৭ মে ৯৩টি সংসদীয় কেন্দ্রে (সাধারণ – ৭২, তপশিলি জাতি – ১১, তপশিলি উপজাতি - ১০) সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টায় (ভোট গ্রহণ শেষের সময়সীমা পরিবর্তিত হতে পারে)। 

২) প্রায় ১৮.৫ লক্ষ ভোট কর্মী ভোট পরিচালনা করবেন। মোট ভোটার ১৭.২৪ কোটিরও বেশি। 

৩) ৮৫ বছরেরও বেশি ভোটার রয়েছেন ১৪.০৪ লক্ষ, ১০০ বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন ৩৯ হাজার ৫৯৯। 

৪) ভোটাররা ভোটদান কেন্দ্র এবং অন্যান্য তথ্যাদি এই লিঙ্কটির মাধ্যমে জানতে পারবেন - https://electoralsearch.eci.gov.in/


৫) ভোটারদের ভোটার আইডি কার্ড (এপিক) ছাড়াও ১২ রকমের বিকল্প পরিচয়পত্রের ব্যবস্থা রাখা হয়েছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য এই লিঙ্কটির মাধ্যমে পেতে পারেন - https://www.eci.gov.in/eci-backend/public/api/download?

 

PG/MP/SB


(Release ID: 2019860) Visitor Counter : 273