প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী

ইতালির স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী

ইতালিতে আয়োজিত জি-৭ শিখর সম্মেলনে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী

ভারত ও ইতালির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব মজবুত করতে সম্মত দুই নেতা

পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় দুই নেতার

Posted On: 25 APR 2024 9:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ইতালির ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ও সে দেশের জনগণকে তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। 

শ্রী মোদী ২০২৪-এর জুন মাসে ইতালির পুগলিয়ায় আয়োজিত জি-৭ শিখর সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রী মেলোনিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উভয় নেতা ভারতের পৌরোহিত্যে জি-২০ শিখর সম্মেলনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মত হন, বিশেষ করে দক্ষিণ বিশ্বকে সহায়তার বিষয়টিতে জোর দেওয়া হয়। ইতালির পৌরোহিত্যে জি-৭ শিখর সম্মেলনে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ভারত ও ইতালির প্রধানমন্ত্রীরা দুই দেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে সম্মত হন।

উভয় নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। 
 
 PG/PM/DM


(Release ID: 2018961) Visitor Counter : 90