অর্থমন্ত্রক
ষোড়শ অর্থ কমিশন চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য তরুণ পেশাদার / পরামর্শদাতাদের কাছ থেকে আবেদন আহ্বান করছে
Posted On:
12 APR 2024 12:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২৪
ষোড়শ অর্থ কমিশন চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য তরুণ পেশাদার / পরামর্শদাতাদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। আবেদনের যোগ্যতা, শর্তাবলী, পারিশ্রমিক এবং আবেদনপত্র ষোড়শ অর্থ কমিশনের ওয়েবসাইট - https://fincomindia.nic.in –এ পাওয়া যাবে।
আগ্রহী ব্যক্তিরা তাঁদের পূরণ করা আবেদনপত্র ই-মেলের মাধ্যমে ষোড়শ অর্থ কমিশনের অধিকর্তার কাছে পাঠাতে পারেন। ই-মেল আইডি হল - manish.kr1975[at]nic[dot]in। এর কপি পাঠাতে হবে rahul.sharma89[at]nic[dot]in ঠিকানায়। এক্ষেত্রে কাগজে লেখা কোনো আবেদন গ্রাহ্য হবে না।
এ বিষয়ে আরও জানতে এবং নিয়োগ সংক্রান্ত নির্দেশিকাগুলি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://fincomindia.nic.in/asset/doc/Guidelines%20for%20YPs%20&%20Consultants%20in%2016th%20Finance%20Commission.pdf
PG/SD/DM
(Release ID: 2017755)
Visitor Counter : 58