নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

সাধারণ নির্বাচন, ২০২৪-এর ঘোষণার পর ‘সুবিধা পোর্টাল’-এ ৭৩,০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে; ৪৪,৬০০-র বেশি ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে

সাধারণ নির্বাচন, ২০২৪-এর ঘোষণার পর ‘সুবিধা পোর্টাল’-এ ৭৩,০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে; ৪৪,৬০০-র বেশি ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে

प्रविष्टि तिथि: 07 APR 2024 12:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০২৪

 

নির্বাচন ঘোষণা এবং আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর মাত্র ২০ দিনে ‘সুবিধা পোর্টাল’-এ বিভিন্ন বিষয় অনুমোদনের জন্য ৭৩,৩৭৯টি আবেদন জমা পড়েছে। ৪৪,৬২৬টি (৬০ শতাংশ) ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে।  মোট আবেদনের ১৫ শতাংশ, অর্থাৎ ১১,২০০টি খারিজ করে দেওয়া হয়েছে। ১০,৮১৯টি আবেদন খারিজ হয়েছে নকল বা অবৈধ হওয়ার কারণে। বাকি আবেদনগুলি নিয়ে পর্যালোচনা চলছে। 

সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে তামিলনাড়ু থেকে (২৩,২৩৯)। এরপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্য থেকে ১১,৯৭৬টি আবেদন জমা পড়েছে। তৃতীয় স্থানে থাকা মধ্যপ্রদেশ থেকে জমা পড়া আবেদনের সংখ্যা ১০,৬৩৬। ওড়িশা থেকে ৯২, বিহার থেকে ৮৬১, আসাম থেকে ২,৬০৯ এবং ঝাড়খণ্ড থেকে ২৭০টি আবেদন জমা পড়েছে।

অবাধ নির্বাচন এবং প্রতিটি পক্ষকে সমান সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত পন্থা হিসেবে এই ‘সুবিধা পোর্টাল’ তৈরি করেছে নির্বাচন কমিশন। এই পোর্টালে দ্রুততার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীর কাছ থেকে জমা পড়া আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনী সমাবেশ, অস্থায়ী দলীয় কার্যালয়, বাড়ি বাড়ি প্রচার, ভিডিও ভ্যান, হেলিকপ্টার কিংবা গাড়ি ব্যবহারের অনুমতি প্রভৃতি বিষয়ে জমা পড়া আবেদনের ক্ষেত্রে ‘আগে এলে আগে নিষ্পত্তি’ নীতি অনুযায়ী কাজ করা হয়।

‘সুবিধা পোর্টাল’ সম্পর্কে

‘সুবিধা পোর্টাল’-এ যাওয়ার ঠিকানা - https://suvidha.eci.gov.in । যেকোন জায়গা থেকে যেকোন সময়ে এই পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যায়।

পোর্টালটির ভিত্তি হিসেবে রয়েছে একটি বিস্তৃত তথ্যপ্রযুক্তি মঞ্চ। আবেদনকারী নিজেদের আবেদনের বিষয়ে কাজ কতদূর এগোল, তাও দেখে নিতে পারেন পোর্টালের সঙ্গে সংযুক্ত একটি অ্যাপের মাধ্যমে। এক্ষেত্রে এসএমএস-ও করা যেতে পারে। পোর্টালে জমা পড়া তথ্যাদি বিশ্লেষণ করে নির্বাচনের কাজে খরচের দিকটির ওপরও নজর রাখা সম্ভব। 

PG/AC/DM


(रिलीज़ आईडी: 2017381) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Telugu , Malayalam , Assamese , Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada