নির্বাচন কমিশন
সাধারণ নির্বাচন ২০২৪-এর ঘোষণার পর “সুবিধা পোর্টালে” ৭৩,০০০-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে ৪৪,৬০০-এর বেশি আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতার প্রসার করছে ‘সুবিধা পোর্টাল’
Over 73,000 applications received on Suvidha Portal since the announcement of General Elections 2024; more than 44,600 requests approved
Posted On:
07 APR 2024 8:11PM by PIB Agartala
দিল্লি, ০৭ এপ্রিল ২০২৪।। নির্বাচনের ঘোষণা এবং নির্বাচনী আচরণ বিধি (এমসিসি) কার্যকর হওয়ার পর থেকে ২০ দিনের মধ্যে ‘সুবিধা প্ল্যাটফর্ম’ রাজনৈতিক দল এবং প্রার্থীদের কাছ থেকে ৭৩,৩৭৯টি ‘অনুমোদনের অনুরোধ’ পেয়েছে। এর মধ্যে ৪৪,৬২৬টি (৬০%) আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া প্রায় ১১,২০০ টি আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, যা গৃহীত সম্পূর্ণ আবেদনের ১৫ শতাংশ। আর প্রায় ১০,৮১৯টি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে, যেগুলো ছিল অবৈধ বা ডুপ্লিকেট। ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাকি আবেদনগুলোর প্রক্রিয়াকরণ চলছে।
এই আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি এসেছে তামিলনাড়ু থেকে, ২৩,২৩৯টি। তার পরেই আছে পশ্চিমবঙ্গ (১১,৯৭৬) এবং মধ্যপ্রদেশ (১০,৬৩৬)। সবচেয়ে কম আবেদন এসেছে চণ্ডীগড় থেকে, ১৭টি। তালিকায় নিচের দিক থেকে আরও দু’টি হচ্ছে লক্ষদ্বীপ (১৮) এবং মণিপুর(২০)। ত্রিপুরা থেকে জমা পড়েছে ২৮৪৪টি আবেদন।
সুবিধা পোর্টাল হচ্ছে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের গণতান্ত্রিক নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষম প্রতিযোগিতার ক্ষেত্র সুনিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি করা একটি প্রযুক্তিগত সমাধান। নির্বাচনের সময়ে রাজনৈতিক দল এবং প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন সুবিধা ও অনুমোদনের জন্য করা আবেদনগুলোকে গ্রহণ করা ও তার যথাযথ ব্যবস্থাপনার প্রক্রিয়াকে সুবিন্যস্ত করতে সুবিধা পোর্টাল এক অসাধরণ ট্র্যাক রেকর্ড বা সাফল্য তৈরি করেছে।
নির্বাচনের সময়ে রাজনৈতিক দল ও প্রার্থী ভোটারদের কাছে পৌঁছানোর কাজে ব্যস্ত থাকেন। এই সময় প্রচারের গুরুত্বকে অনুধাবন করে ‘সুবিধা পোর্টাল’ আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বিভিন্ন ধরনের আবেদনের অনুমোদন দেওয়ার কাজ স্বচ্ছতার সঙ্গে করে থাকে। এর মাধ্যমে কোনো মিছিল বা র্যালি বের করা, অস্থায়ী দলীয় অফিস খোলা, ঘরে ঘরে গিয়ে প্রচার করা, ভিডিও চালিয়ে প্রচার করা ভ্যানগাড়ি, হেলিকপ্টার, গাড়ির অনুমতি, প্যামফ্লেট বা প্রচার-পুস্তিকা বিতরণ করার অনুমোদন দেওয়া হয়ে থাকে।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য-প্রযুক্তি বাস্তুতন্ত্রে ‘সুবিধা পোর্টাল’ এক গুরুত্বপূর্ণ প্রয়োগ:
সুবিধা পোর্টাল (http://suvidha.eci.gov.in) ব্যবহার করে রাজনৈতিক দল ও প্রার্থী যেকোনো জায়গা থেকে যেকোনো সময়ই অনলাইনে অনুমোদনের আবেদন নির্বিঘ্নে জমা করতে পারেন। একইসঙ্গে সংশ্লিষ্ট সবার সমান সুযোগ এবং অন্তর্ভুক্তি সুনিশ্চিত করতে অফলাইনেও এই আবেদন জমা করা যায়।
শক্তিশালী তথ্য-প্রযুক্তি মঞ্চের সহায়তাপ্রাপ্ত এই ‘সুবিধা পোর্টাল’টি বিভিন্ন রাজ্য দফতরের নোডাল আধিকারিকদের দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন অনুমোদনের আবেদনগুলোর দক্ষ প্রক্রিয়াকরণের সুবিধা প্রদান করে। এমনকি এই পোর্টালটির সঙ্গে মোবাইল অ্যাপও আছে, যেখানে জমা হওয়া আবেদনগুলোর বর্তমান অবস্থাকেও সঠিক সময়ে দেখা যায়, যা এই প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে। এই অ্যাপটি এন্ড্রোয়েড এবং আই.ও.এস. দুই ধরনের প্ল্যাটফর্মেই সহজলভ্য।
“সুবিধা” প্ল্যাটফর্মটি শুধুমাত্র যে নির্বাচনী প্রক্রিয়ার দক্ষতাকেই বৃদ্ধি করছে তা নয়, এর পাশাপাশি আবেদনের সঠিক সময়ের অবস্থান, বর্তমান অবস্থানের আপডেট, টাইমস্ট্যাম্প-যুক্ত জমা অর্থাৎ জমা হওয়ার সময়ের ডিজিটাল রেকর্ড এবং এস.এম.এস.-এর মাধ্যমে বার্তার আদান-প্রদানের সুবিধার মাধ্যমে স্বচ্ছতাকে সুনিশ্চিতও করছে। উপরন্তু এই পোর্টালে যেসব অনুমতির তথ্য থাকে, সেগুলো নির্বাচনী ব্যয় যাচাইয়ের ক্ষেত্রে একটি মূল্যবান তথ্য বা উৎস হিসেবে কাজ করে। যা নির্বাচনী প্রক্রিয়ার বৃহত্তর জবাদিহিতা এবং সততার ক্ষেত্রে অবদান রাখে।
“সুবিধা পোর্টালের” মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, দক্ষ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি পালন করে চলেছে, যেখানে সব রাজনৈতিক দল ও প্রার্থীর সামনে প্রয়োজনীয় অনুমতি ও ছাড়পত্রের জন্য সমান সুযোগ সুবিধা রয়েছে।
Annexure A:
S. No
|
State
|
Total Request
|
1
|
Andhra Pradesh
|
1153
|
2
|
Assam
|
2609
|
3
|
Bihar
|
861
|
4
|
Goa
|
28
|
5
|
Gujarat
|
648
|
6
|
Haryana
|
207
|
7
|
Himachal Pradesh
|
125
|
8
|
Karnataka
|
2689
|
9
|
Kerala
|
1411
|
10
|
Madhya Pradesh
|
10636
|
11
|
Maharashtra
|
2131
|
12
|
Manipur
|
20
|
13
|
Meghalaya
|
1046
|
14
|
Mizoram
|
194
|
15
|
Nagaland
|
46
|
16
|
Odisha
|
92
|
17
|
Punjab
|
696
|
18
|
Rajasthan
|
2052
|
19
|
Sikkim
|
44
|
20
|
Tamil Nadu
|
23239
|
21
|
Tripura
|
2844
|
22
|
Uttar Pradesh
|
3273
|
23
|
West Bengal
|
11976
|
24
|
Chhattisgarh
|
472
|
25
|
Jharkhand
|
270
|
26
|
Uttarakhand
|
1903
|
27
|
Telangana
|
836
|
28
|
Andaman & Nicobar Islands
|
468
|
29
|
Chandigarh
|
17
|
30
|
Dadra & Nagar Haveli and Daman & Diu
|
108
|
31
|
NCT OF Delhi
|
529
|
32
|
Lakshadweep
|
18
|
33
|
Puducherry
|
355
|
34
|
Jammu and Kashmir
|
383
|
|
Total
|
73,379
|
****
***
SKC/KMD
(Release ID: 2017378)
Visitor Counter : 281