নির্বাচনকমিশন
আইএএস নন এমন জেলাশাসক এবং আইপিএস নন এমন পুলিশ সুপারদের বদলির সিদ্ধান্ত কমিশনের; গুজরাট, পাঞ্জাব, ওড়িশা ও পশ্চিমবঙ্গ এই চার রাজ্যে ৮ জন নন-ক্যাডার এসপি/এসএসপি এবং ৫ জন নন-ক্যাডার জেলাশাসককে বদলি করলো কমিশন
যেসব জেলাশাসক/পুলিশ সুপার বিশিষ্ট রাজনীতিবিদদের আত্মীয়, তাঁদেরও বদলি করার সিদ্ধান্ত; পাঞ্জাবের ভাতিন্দার এসএসপি এবং অসমের সোনিতপুরের এসএসপি-কে বদলি
Posted On:
21 MAR 2024 4:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ মার্চ, ২০২৪
আগামী লোকসভা নির্বাচনে সব দলকে সমান সুযোগ-সুবিধা দিতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। তারই অঙ্গ হিসেবে কমিশন আজ এক বদলি নির্দেশিকা জারি করেছে। এতে গুজরাট, পাঞ্জাব, ওড়িশা ও পশ্চিমবঙ্গ এই চারটি রাজ্যে জেলাশাসক ও পুলিশ সুপার পদে যেসব নন-ক্যাডার আধিকারিক রয়েছেন, তাঁদের বদলির কথা বলা হয়েছে। জেলাশাসকের পদে একমাত্র আইএএস এবং পুলিশ সুপারের পদে আইপিএস-রা থাকবেন বলে কমিশন জানিয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমারের পৌরোহিত্যে দুই নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী সুখবীর সিং সান্ধুর মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।
যেসব আধিকারিকদের বদলি করা হচ্ছে তাঁরা হলেন ;
১. গুজরাট- ছোটা উদয়পুর ও আমেদাবাদ গ্রামীণ জেলার জেলাশাসকরা
২. পাঞ্জাব- পাঠানকোট, ফাজিলকা, জলন্ধর গ্রামীণ এবং মালেরকোটলা জেলার এসএসপি-রা
৩. ওড়িশা- ঢেঙ্কানলের জেলাশাসক এবং দেওঘর ও কটক গ্রামীণ জেলার পুলিশ সুপাররা
৪. পশ্চিমবঙ্গ- পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং বীরভূমের জেলাশাসকরা
এছাড়া কমিশন পাঞ্জাবের ভাতিন্দার এসএসপি এবং অসমের সোনিতপুরের পুলিশ সুপারকেও বদলির নির্দেশ দিয়েছে। নির্বাচিত জন-প্রতিনিধিদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে যাতে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ না ওঠে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ।
নির্দেশিকায় সংশ্লিষ্ট রাজ্যসরকারগুলিকে অবিলম্বে জেলাশাসক এবং এসপি/এসএসপি-র পদ থেকে নন-ক্যাডার আধিকারিকদের বদলি করতে এবং এ সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।
PG/SD/NS…
(Release ID: 2016034)
Visitor Counter : 75
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam