নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন পরিবর্তন

प्रविष्टि तिथि: 17 MAR 2024 4:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৪

 

নির্বাচন কমিশন লোকসভা ভোটের পাশাপাশি অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা ভোটের দিনক্ষণও ঘোষণা করেছিল।  ঐ দুটি রাজ্যে ১৯.০৪.২০২৪ তারিখে ভোটগ্রহণ এবং ০৪.০৬.২০২৪ তারিখে ভোটগণনার কথা ঘোষণা করা হয়েছিল।  

কিন্তু, অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ০২.০৬.২০২৪ তারিখে।  

সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী, বিধানসভার মেয়াদ ফুরনোর আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয়।

সেই কারণে  ঐ দুটি রাজ্যে ভোটগণনা হবে ২ জুন, ২০২৪ তারিখে।  তবে, অরুণাচল প্রদেশ ও সিকিমে লোকসভা ভোটের সূচিতে কোনো পরিবর্তন ঘটেনি।

PG/MP/DM


(रिलीज़ आईडी: 2015345) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam