যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

খেলো ইন্ডিয়া পদক বিজেতারা সরকারি চাকরির জন্য যোগ্য

Posted On: 06 MAR 2024 5:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ মার্চ, ২০২৪

 

ভারত সরকারের কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ ক্রীড়া বিভাগের  সহযোগিতায় খেলোয়াড়দের নিয়োগ, পদন্নোতি এবং উৎসাহদানে ব্যাপক সংস্কারসাধন করেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর ঘোষণা করেছেন, খেলো ইন্ডিয়া পদক জয়ী খেলোয়াড়রা এখন থেকে সরকারি চাকরির জন্য যোগ্য হবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল এক শক্তিশালী ক্রীড়া পরিমণ্ডল তৈরি, তৃণমূল স্তরে প্রতিভার লালন-পালন এবং খেলাধুলাকে এক লাভজনক ও কার্যকরী পেশা হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে খেলো ইন্ডিয়ার খেলোয়াড়দের সরকারি চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে। তিনি জানান, কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ ইন্ডিয়া স্পোর্টসের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকারি চাকরির জন্য ক্রীড়াবীদদের যোগ্যতা মানের পুনর্মূল্যায়ন করছে। এর সুবাদে খেলো ইন্ডিয়া গেমস-এর সবকটি শাখার ১৮ ঊর্ধ্ব পদক বিজেতারা সরকারি চাকরির যোগ্য বিবেচিত হবেন। তিনি আরও বলেন এই সংশোধিত নিয়ম  ভারতকে ক্রীড়া  ক্ষেত্রে এক শক্তিশালী দেশ হিসেব গড়ে তুলতে বিশেষ সাহায্য করবে এবং খেলোয়াড়দের  উৎসাহ যোগাবে। 
    


PG/SS/NS…


(Release ID: 2012257) Visitor Counter : 58