প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 29 FEB 2024 8:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি , ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চিতাবাঘের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি জৈববৈচিত্র্য রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রমাণ স্বরূপ।
শ্রী মোদী বন্যপ্রাণ সংরক্ষণে জড়িতদের বিভিন্ন যৌথ প্রয়াসকে এক্ষেত্রে সাধুবাদ জানিয়েছেন। 
    ভারতে চিতাবাঘের সংখ্যা বর্তমানে ১৩,৮৭৪। ২০১৮-তে এই সংখ্যা ছিল ১২,৮৫২। 
    ইন্ডিয়া টু-ডে-তে চিতাবাঘের অবস্থা নিয়ে প্রকাশিত একটি রিপোর্ট সম্পর্কে এক্স হ্যান্ডেলে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব জানান, মধ্য ভারতে চিতাবাঘের সংখ্যা সর্বাধিক। মধ্যপ্রদেশে এই সংখ্যা হল ৩,৯০৭।
 কেন্দ্রীয় মন্ত্রীর জানানো এই তথ্য নিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে প্রত্যুত্তরে বলেন ;
“দারুণ খবর। চিতাবাঘের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি জৈববৈচিত্র্য রক্ষায় ভারতের দায়বদ্ধতার প্রমাণ স্বরূপ। বন্যপ্রাণ সংরক্ষণে জড়িতদের বিভিন্ন যৌথ প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি। এর মাধ্যমে সুস্থায়ী সহাবস্থানের পথ তৈরি হচ্ছে।” 


PG/AB/SG 


(रिलीज़ आईडी: 2010568) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam