আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

রাষ্ট্রপতি ৫ মার্চ ফার্স্ট পেয় জল সর্বেক্ষণ পুরস্কার প্রদান করবেন

Posted On: 27 FEB 2024 10:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

 

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ‘ফার্স্ট পেয় জল সর্বেক্ষণ পুরস্কার’ ঘোষণা করেছে। ৫ মার্চ বিজ্ঞান ভবনে এই পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। জলের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের জন্য শহর ও রাজ্যগুলিকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। 

সব মিলিয়ে বিভিন্ন বিভাগে ১৩০টি পুরস্কার প্রদান করা হবে। জনসংখ্যা অনুযায়ী (১-১০ লক্ষ, ১০-৪০ লক্ষ এবং ৪০ লক্ষের বেশি), বিভিন্ন বিভাগে ‘পেয় জল গোল্ড’, ‘পেয় জল রৌপ্য’ এবং পে জল ব্রোঞ্জ সিটি’ পুরস্কার প্রদান করা হবে। 

অনুষ্ঠানে ১,৫০০-র বেশি পুরস্কার জয়ী ও অংশগ্রহণকারী হাজির থাকবেন। সেইসঙ্গে, ‘অম্রুত মিত্র’ প্রকল্পেরও সূচনা করা হবে। এই প্রকল্পে দেশের বিভিন্ন অংশের মহিলাদের স্বনিযুক্তি গোষ্ঠীগুলিকে সামিল করা হবে। বিল তৈরি করা, সংগ্রহ, পাইপের ফাটল চিহ্নিত করা, প্লাম্বিং-এর কাজকর্ম, জলের গুণগত মান নির্ধারণে নমুনা সংগ্রহ এবং পরিকাঠামো রক্ষার কাজে এই মহিলাদের নিযুক্ত করা হবে। 

‘পেয় জল সর্বেক্ষণ’ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের স্বচ্ছ পানীয় জল সরবরাহের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। পোর্টাল, পরিকাঠামো ম্যাপিং ও সমীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। ৫ লক্ষের বেশি বাড়ি থেকে সাড়াও মিলেছে। ২৪ হাজারের বেশি জলের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

 

PG/MP/DM



(Release ID: 2009418) Visitor Counter : 41