তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আধুনিক গণমাধ্যম ল্যান্ডস্কেপে পরিবর্তন সাধনকারী পোর্টালগুলির সূচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর

Posted On: 22 FEB 2024 3:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২  ফেব্রুয়ারি, ২০২৪

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ চারটি পরিবর্তন সাধনকারী পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই পোর্টালগুলি ভারতের গণমাধ্যম ল্যান্ডস্কেপে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। এর মূল উদ্দেশ্য হল, সংবাদপত্র প্রকাশক এবং টিভি চ্যানেলগুলির জন্য সুগম ব্যবসায়িক পরিবেশ তৈরি করে তাদের ব্যবসায়িক সাচ্ছন্দ্যবিধানকে সুনিশ্চিত করা। এর পাশাপাশি এগুলি সরকারি যোগাযোগের ক্ষেত্রে স্বচ্ছতা এবং দক্ষতারও প্রসার ঘটাবে। এর মাধ্যমে প্রকৃত সরকারি ভিডিওগুলি সহজে পাওয়া যাবে এবং স্থানীয় কেবল অপারেটরদের এক সর্বাত্মক ডেটাবেস তৈরি করে কেবল টেলিভিশন ক্ষেত্রে ভবিষ্যতে সরকারি নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহজ করে তোলা যাবে। 

অনুষ্ঠানে ভাষণে মন্ত্রী বলেন, ভারতকে এখন বিনিয়োগের এক আকর্ষণীয় গন্তব্য বলে দেখা হচ্ছে। বিশ্বের নানা স্থানে কোম্পানীগুলি এখানে তাদের ব্যবসা গড়ে তুলতে চাইছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রূপান্তমূলক পরিচালন ব্যবস্থা এবং অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দেওয়ায় ভারতের ব্যবসার স্বাচ্ছন্দ্য বিধান হচ্ছে। এরফলে বর্তমান ব্যবসায়ীরা এবং নতুন উদ্যোগপতিরা আরও বেশি পরিমানে বিনিয়োগ করতে চাইছেন। বিশেষত স্টার্টআপের পরিমণ্ডল প্রসারলাভ করছে। স্টার্টআপ এবং ইউনিকর্নের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি জানান।

ব্যবসায় স্বাচ্ছন্দ্য বিধানের লক্ষ্যে সরকারি সাফল্যের উল্লেখ করতে গিয়ে শ্রী ঠাকুর বলেন, আজ বিশ্বজুড়ে সরকারি এই উদ্যোগ পরিচিতি পেয়েছে এবং আন্তর্জাতিক সারণীতে ও বিশ্ব ব্যাঙ্কের ব্যবসার সাচ্ছন্দ্য বিধান সূচকে তা স্পষ্টতই প্রতীয়মান। লজিস্টিক পারফরম্যান্স সূচকেও তার ইঙ্গিত মিলছে। 

তিনি আরও বলেন, সরকারি ই-মার্কেটের সাফল্য প্রমান করে যে এমএসএমই এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে সরকার ব্যবসার সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব কেবলমাত্র আর্থিক সংস্কারেই সীমাবদ্ধ নয়। তিনি মানসিকতার ক্ষেত্রেও পরিবর্তন ঘটাচ্ছেন। জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে উদ্যোগপতিদের স্বীকৃতি দিচ্ছেন তিনি। এই মানসিকতার ফলে সম্পদ সৃষ্টি হচ্ছে, কর্মসংস্থান এবং অধিক আয়ের সুযোগ বাড়ছে যা দেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ সাধন করছে। 

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, এইসব উদ্যোগগুলির ফলে গণমাধ্যমগুলির সঙ্গে সরকারি সহযোগিতা সম্পর্ক প্রসারলাভ করবে। এরফলে কেবলমাত্র স্বচ্ছতা আসবে তাই নয়, বিভিন্ন দপ্তরের কাজকর্মের উন্নতি হবে এবং উদ্ভাবনী চিন্তা বিকাশলাভ করবে। 

প্রেস সেবা পোর্টাল : এই পোর্টালটি সংবাদপত্রের নিবন্ধীকরণ অনেক সহজ করে তুলবে। প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যাললস অ্যাক্ট ২০২৩-এর অধীন গড়ে ওঠা প্রেস সেবা পোর্টাল সংবাদপত্র নিবন্ধীকরণের স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এক বিরাট পদক্ষেপ। এই পোর্টালটির লক্ষ্য হল ঔপনিবেশিক আমলের পিআরবি আইন ১৮৬৭এর অধীন নিবন্ধীকরণের যে জটিল প্রক্রিয়া ছিল তার সরলীকরণ ঘটানো। 

সেবা পোর্টালের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল :

    অনলাইন আবেদন : প্রকাশকরা সংবাদপত্রের নাম নিবন্ধীকরণের জন্য আধার ভিত্তিক ই স্বাক্ষরের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। 
    সম্ভাব্য নাম : সম্ভব্য কী কী নাম হতে পারে তার একটি ইঙ্গিত এখানে দেওয়া থাকবে। 
    সময় ধরে আবেদনপত্রের অবস্থান জানা যাবে । উন্নত ও আধুনিক ড্যাসবোর্ডে আবেদনপত্রের প্রকৃত অবস্থান জানা যাবে।
    জেলাশাসকদের উদ্দেশে নিবেদিত মডিউল : প্রকাশকদের কাছ থেকে আবেদনপত্র জেলাশাসকরা কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে দেখা নেওয়ার সুযোগ পাবেন। 
নতুন ওয়েবসাইট : পোর্টালের সঙ্গেই ওয়েবসাইটটির মাধ্যমে প্রাসঙ্গিক তথ্য জানার সুযোগ পাওয়া যাবে এবং কৃত্রিম মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে সহজে আলোচনা প্রক্রিয়া করা সম্ভব হবে। 

স্বয়ংক্রিয় ব্যবস্থার সুবিধা : সংবাদ পত্রের নাম নিবন্ধীকরণের অনলাইন পরিষেবা সম্পূর্ণ কাগজ বিহীন এবং ই-স্বাক্ষরের সুযোগ সম্বলিত। এটি প্রত্যক্ষ পেমেন্ট গেটওয়ে, কিউআর কোড ভিত্তিক ডিজিটাল শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করবে। সংবাদপত্রের প্রকাশক বা মালিকের জন্য অনলাইন মারফত জ্ঞাতব্য বিষয় জানানো, সংবাদপত্রের নিবন্ধীকরণের এখন প্রকৃত অবস্থা কী তা জানানো এবং অভিযোগ নিষ্পত্তির সংস্থান রাখা থাকবে। গণমাধ্যম পরিকল্পনায় স্বচ্ছ তালিকাভুক্তি এবং ই-বিলিং ব্যবস্থা গণমাধ্যম পরিকল্পনায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। পিএম সেবা পোর্টালের সঙ্গেই মন্ত্রকের স্বচ্ছ তালিকাভুক্তি, এবং কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর জন্য গণমাধ্যম পরিকল্পনা এবং ই-বিলিং ব্যবস্থা চালু থাকবে। এর মূল বৈশিষ্ট্যগুলি হল : তালিকাভুক্তির প্রক্রিয়াকে সরল করা। সংবাদপত্র, সাময়িক পত্র, টেলিভিশন, রেডিও, ডিজিটাল গণমাধ্যমে অনলাইন তালিকাভুক্তি এবং স্বচ্ছতা বিধান করা। স্বয়ংক্রিয় গণমাধ্যম পরিকল্পনার মাধ্যমে স্বয়ংক্রিয় বিলিং ব্যবস্থায় আবেদনপত্রের পরীক্ষার পাশাপাশি পেমেন্ট প্রক্রিয়া ই-বিলিং ব্যবস্থার মাধ্যমে সাধিত হবে। সেইসঙ্গে মোবাইল অ্যাপ ও বিশ্বাসযোগ্য মেধাভিত্তিক সমাধান প্রক্রিয়া, ব্যবসার সাচ্ছন্দ্য প্রসার এবং দ্রুত সমাধানের জন্য নিবেদিত আইভিআর হেল্প ডেস্কও থাকছে। সিবিসি একটি আইবিআর সাপোর্ট সিস্টেম তৈরি করেছে যাতে হেল্পলাইন নাম্বার থাকছে যাতে ক্লায়েন্ট এবং অংশীদারদের যেকোন জিজ্ঞাসা মেটানো হবে। ন্যাভিগেট ভারত পোর্টাল : এটি ভারতের জাতীয় ভিডিও গেটওয়ে। ন্যাভিগেট ভারত পোর্টালটি মন্ত্রকের নতুন গণমাধ্যম শাখা তৈরি করেছে। একটি একটি দ্বিভাষিক মঞ্চ। এতে জনকল্যাণের ক্ষেত্রে সরকারের গৃহিত ব্যবস্থা এবং সরকারি উন্নয়নমূলক প্রক্রিয়ার ভিডিও পাওয়া যাবে।
ন্যাভিগেট ভারত পোর্টালের মূল বৈশিষ্ট্যগুলি হলো এতে মন্ত্রক, ক্ষেত্র, প্রকল্প ও প্রচারাভিযানের নিবিদেত পেজ থাকবে। ব্যবহারকারী তার প্রয়োজন ভিত্তিক ভিডিও দেখার সুযোগ পাবেন। ডাউনলোডের সুবিধা সহ আরও অন্যান্য সুবিধা থাকবে। 

স্থানীয় কেবল অপারেটদের জন্য জাতীয় রেজিস্টার : স্থানীয় কেবল অপারেটদের রেজিস্ট্রেশনকে একটি কেন্দ্রীয় রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসা হবে। এজন্য স্থানীয় কেবল অপারেটরদের তথ্য ও সংগ্রহের ক্ষেত্রে একটি ওয়েব পোর্টাল চালু হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় কেবল অপারেটরদের সরকারি নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিয়ে আসা অনেক সহজ হয়ে যাবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গণমাধ্যম ক্ষেত্রের প্রসার ঘটাতে স্বচ্ছতা বিধানের পাশাপাশি উদ্ভাবনী প্রক্রিয়ার ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে। 


PG/AB/NS 


(Release ID: 2008264) Visitor Counter : 105