তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর একটি আধুনিক মিডিয়া ল্যান্ডস্কেপের জন্য রূপান্তরমূলক পোর্টালগুলির আবরণ উন্মোচন করেছেন

Transformative Portals for a Modernized Media Landscape unveiled by Union Minister Shri Anurag Thakur

Posted On: 22 FEB 2024 8:42PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ চারটি রূপান্তরমূলক পোর্টালের সূচনা করেছেন, যা ভারতের প্রচার মাধ্যমের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার প্রতিশ্রুতি প্রদান করছে। সংবাদপত্র প্রকাশক এবং টিভি চ্যানেলগুলির জন্য আরও অনুকূল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ব্যবসায়ের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, সরকারি যোগাযোগে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়ানো, বৈধ সরকারি ভিডিওগুলি সহজে ব্যবহার করা এবং স্থানীয় কেবল অপারেটরদের (এলসিও) একটি বিস্তৃত ডাটাবেস তৈরি করার লক্ষ্যে এই উদ্যোগটি সরকারকে ভবিষ্যতে কেবল টেলিভিশন খাতে নিয়ন্ত্রক প্রক্রিয়াগুলি সহজতর করতে সক্ষম করবে।
অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের সম্বোধন করে মন্ত্রী বলেন, আজ ভারতকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসাবে দেখা হচ্ছে৷ রূপান্তরমুখী প্রশাসন ও অর্থনৈতিক সংস্কারের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব দেওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান ভারতে সহজে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে এবং এর ফলে বিদ্যমান ব্যবসা এবং নতুন শিল্পোদ্যোগী উভয়েরই বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত হয়েছে, স্টার্টআপ ও ইউনিকর্নের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সহজে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের সাফল্যের স্বীকৃতির কথা উল্লেখ করে শ্রী ঠাকুর বলেন, বিশ্ব ব্যাঙ্কের সহজে ব্যবসা-বাণিজ্য করার সূচক এবং লজিস্টিক পারফরম্যান্স সূচকের মতো আন্তর্জাতিক সূচকগুলির উন্নতির মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে এই সূচকগুলির স্বীকৃতি মিলেছে।
তিনি আরও বলেন যে, গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (জেএম) এর মতো প্ল্যাটফর্মগুলির সাফল্য এমএসএমই এবং ক্ষুদ্র ব্যবসায়ের জন্য একই স্তরের ক্ষেত্র তৈরি করার জন্য সরকারের প্রচেষ্টারই প্রতিফলন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব কেবল অর্থনৈতিক সংস্কারের প্রতিই মনোনিবেশ করা হয়নি, মানসিকতার রূপান্তরকে উৎসাহিত করার দিকেও মনোযোগ প্রদান করা হয়েছে, উদ্যোক্তাদের জাতীয় উন্নয়নের অংশীদার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই পদ্ধতির ফলে সম্পদ সৃষ্টি, কাজের সুযোগ এবং  আয় বৃদ্ধি পেয়েছে, যা দেশের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নকে উপকৃত করেছে।
এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু তাঁর বক্তব্যে বলেন যে এই উদ্যোগগুলি প্রচার মাধ্যমের সঙ্গে আমাদের যোগাযোগকে আরও সুবিন্যস্ত ও বৃদ্ধি করতে সাহায্য করবে। এগুলি কেবল স্বচ্ছতা এবং উদ্ভাবনকেই উত্সাহিত করবে না এবং বিভাগগুলির কার্যকারিতা উন্নত করতে সহায়তা করবে।

 

প্রেস সেবা পোর্টাল: সংবাদপত্র নিবন্ধন স্ট্রিমলাইনিং প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (পিআরজিআই - পূর্বতন আরএনআই) দ্বারা প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট, ২০২৩ (পিআরপি অ্যাক্ট, ২০২৩) এর অধীনে তৈরি প্রেস সেবা পোর্টালটি সংবাদপত্র নিবন্ধকরণ এবং অন্যান্য সম্পর্কিত প্রক্রিয়াগুলির সম্পূর্ণ অটোমেশনের জন্য একটি স্মরণীয় পদক্ষেপ। পিআরপি আইন ২০২৩-এর অধীনে ডিজাইন করা এই পোর্টালটির লক্ষ্য ঔপনিবেশিক পিআরবি আইন, ১৮৬৭ এর অধীনে প্রচলিত জটিল নিবন্ধকরণ পদ্ধতিকে সহজ করা।
নতুন ওয়েবসাইট: পোর্টালের পাশাপাশি, ওয়েবসাইটটি ব্যবহার-বান্ধব করার জন্য একটি এআই-ভিত্তিক চ্যাটবোট সমন্বিত প্রাসঙ্গিক তথ্যগুলিতে সহজ উপলদ্ধতা সরবরাহ করবে।
অটোমেশনের সুবিধা: টাইটেল রেজিস্ট্রেশনের জন্য অনলাইন সেবা, ই-সাইন সুবিধাসহ কাগজবিহীন প্রক্রিয়া, ডাইরেক্ট পেমেন্ট গেটওয়ের সংহতকরণ, কিউআর কোড-ভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট, প্রেস কিপার / মালিকের জন্য মডিউল যা প্রিন্টিং প্রেস সম্পর্কে অনলাইন তথ্য সক্ষম করে, সংবাদপত্র নিবন্ধনের দক্ষ ট্র্যাকিং এবং চ্যাটবোট-ভিত্তিক ইন্টারেক্টিভ গ্রিভেন্স রেজোলিউশন সফ্টওয়্যারের মাধ্যমে দ্রুত অভিযোগ নিষ্পত্তি।
স্বচ্ছ প্যানেলমেন্ট মিডিয়া পরিকল্পনা এবং ইবিলিং সিস্টেম: মিডিয়া পরিকল্পনায় বৈপ্লবিক প্রেস সেবা পোর্টাল ছাড়াও, মন্ত্রক কেন্দ্রীয় যোগাযোগ ব্যুরোর জন্য স্বচ্ছ তালিকাভুক্তি, মিডিয়া পরিকল্পনা এবং ইবিলিং সিস্টেম চালু করছে। সিবিসি মন্ত্রণালয়, বিভাগ, পিএসইউ এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে বিস্তৃত ৩৬০ ডিগ্রি মিডিয়া এবং যোগাযোগ সমাধান সরবরাহ করে।  সিবিসির নতুন সিস্টেমটি মিডিয়া পরিকল্পনার প্রক্রিয়াগুলিতে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে এবং কাগজবিহীন এবং মুখবিহীন পরিবেশে ব্যবসা করার জন্য মিডিয়া শিল্পের জন্য একটি শেষ-থেকে-শেষ ইআরপি সমাধান প্রদান করবে।
নেভিগেট ভারত পোর্টাল: ভারতের জাতীয় ভিডিও গেটওয়ে মন্ত্রকের নিউ মিডিয়া শাখা দ্বারা নির্মিত 'নেভিগেট ভারত' পোর্টাল অর্থাৎ, ভারতের জাতীয় ভিডিও গেটওয়ে, একটি সমন্বিত দ্বিভাষিক প্ল্যাটফর্ম যা সরকারের উন্নয়ন সম্পর্কিত এবং নাগরিক কল্যাণ-ভিত্তিক পদক্ষেপগুলির সামগ্রিক ক্ষেত্রের উপর ভিডিও প্রস্তুত করবে৷
'নেভিগেট ভারত' ফিল্টার-ভিত্তিক উন্নত অনুসন্ধান বিকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারী প্রকল্প, উদ্যোগ এবং প্রচারাভিযান সম্পর্কিত ভিডিওগুলি অনুসন্ধান, স্ট্রিম, ভাগ এবং ডাউনলোড করার জন্য একটি ইন্টারেক্টিভ ইউজার ইন্টারফেস সহ একক প্ল্যাটফর্ম সরবরাহ করে নাগরিকদের ক্ষমতায়িত করবে৷
ন্যাশনাল রেজিস্টার ফর এলসিও: কেবল সেক্টর শক্তিশালীকরণে ন্যাশনাল রেজিস্টার ফর লোকাল কেবল অপারেটর (এলসিও) বর্তমানে সারা দেশে ছড়িয়ে থাকা পোস্ট অফিসগুলিতে এলসিওগুলির রেজিস্ট্রেশন একটি কেন্দ্রীভূত রেজিস্ট্রেশন সিস্টেমের আওতায় আনার প্রথম পদক্ষেপ। জাতীয় নিবন্ধনের উদ্দেশ্যে স্থানীয় কেবল অপারেটরদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য একটি ওয়েব ফর্ম তৈরি করা হয়েছে। এলসিওদের জন্য জাতীয় নিবন্ধনও অনলাইনে প্রকাশিত হয়েছে এবং নিয়মিত আপডেট করা হচ্ছে। এটি এলসিওর জন্য জাতীয় নিবন্ধকরণ নম্বর সহ আরও সংগঠিত কেবল খাতের প্রতিশ্রুতি দেয়, কেবল অপারেটরদের জন্য দায়বদ্ধ পরিষেবা এবং সুবিধার জন্য নতুন নীতি প্রণয়ন করা সহজ করে তোলে। অনলাইন নিবন্ধনের জন্য একটি কেন্দ্রীভূত পোর্টাল তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলসিও ন্যাশনাল রেজিস্টার সুবিধা কেবল ক্ষেত্রের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা এক উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই উদ্যোগগুলি সম্মিলিতভাবে ভারতে ডিজিটালাইজড এবং আধুনিকীকৃত মিডিয়া ল্যান্ডস্কেপের অভিমুখের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক গণমাধ্যম ক্ষেত্রে উদ্ভাবন, স্বচ্ছতা এবং অগ্রগতিকে উৎসাহিত করার জন্য তার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করছে৷

 

*****

SKC/SP/KMD



(Release ID: 2008194) Visitor Counter : 54


Read this release in: English