স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’

২ লক্ষ ৩৪ হাজারের বেশি বিকশিত ভারত স্বাস্থ্য শিবিরে ৭ কোটি ২২ লক্ষের বেশি নাগরিক স্বাস্থ্য পরীক্ষা করেছেন

Posted On: 06 FEB 2024 12:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’ কর্মসূচির আওতায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় এ পর্যন্ত ২ লক্ষ ৩৪ হাজার ২৫৯টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলিতে মোট ৭ কোটি ২২ লক্ষ ৬৯ হাজার ১৪ জন স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

স্বাস্থ্য শিবিরগুলিতে যেসব কর্মসূচি পালিত হয়েছে সেগুলি হল :

আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের এই ফ্ল্যাগশিপ প্রকল্পে ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’ কর্মসূচির জন্য আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে। এ পর্যন্ত এই কার্ড ৫১ লক্ষ ৩ হাজার ৯৪২ জন সুবিধাপ্রাপকদের মধ্যে বন্টন করা হয়েছে। ইতোমধ্যেই ২ কোটি ৭৮ লক্ষ ৮৬ হাজার ৪৬০টি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে।

যক্ষ্মা : শিবিরে কেউ যক্ষ্মা আক্রান্ত কিনা, তা জানতে থুতু পরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে বহু জায়গায় ন্যাট মেশিন ব্যবহার করা হয়েছে। ৮২তম দিন পর্যন্ত ৩ কোটি ৮৫ লক্ষ ৭৩ হাজার ২৭৭ জনের পরীক্ষা হয়েছে। এঁদের মধ্যে ১১ লক্ষ ৮০ হাজার ৪৪৫ জনকে যক্ষ্মা রোগের চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। 

যাঁরা যক্ষ্মা রোগে আক্রান্ত, তাঁদের অনুমতি সাপেক্ষে ‘নিক্ষয় মিত্র’র সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। ‘প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান’-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে ৪ লক্ষ ১৭ হাজার ৮৯৪ জন এই কর্মসূচির আওতায় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।  পাশাপাশি, আরও ১ লক্ষ ১৮ হাজার ৫৪৬ জন ‘নিক্ষয় মিত্র’ হিসেবে তাঁদের নাম নথিভুক্ত করেছেন। 

‘নিক্ষয় পোষণ যোজনা’র আওতায় যক্ষ্মা রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর পদ্ধতিতে রোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ সহায়তা পাঠানো হয়। এক্ষেত্রে আধার সংযুক্তিকরণ প্রয়োজন। ৮৭,১২৯ জন সুবিধাভোগী ইতোমধ্যেই আর্থিক সহায়তা গ্রহণ করেছেন।

সিকল সেল ডিজিজ : আদিবাসী অধ্যুষিত অঞ্চলে যাঁদের বয়স ৪০-এর মধ্যে, সেইসব নাগরিকদের সিকল সেল ডিজিজ-এর পরীক্ষা করা হয়েছে। ‘পয়েন্ট অফ কেয়ার’ বা সলিউবিলিটি টেস্টের মাধ্যমে কেউ সিকল সেল ডিজিজ আক্রান্ত কিনা, তা নির্ধারণ করা হচ্ছে।  ইতোমধ্যেই স্বাস্থ্য শিবিরগুলিতে ৪৩ লক্ষ ৩০ হাজার ৭৭০ জন এই পরীক্ষা করেছেন। এঁদের মধ্যে ৭০,৯৯৫ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে। আক্রান্তদের আরও ভালো চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

সংক্রমিত নয়, এ ধরনের ব্যাধি : উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বা মধুমেহ রোগ নির্ধারণের জন্য ৩০ এবং তার বেশি বয়সী নাগরিকদের শিবিরগুলিতে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৫ কোটি ৪০ লক্ষ ৯০ হাজার জন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এঁদের মধ্যে ২০ লক্ষ ২০ হাজার ৯০০ জনের বেশি উচ্চ রক্তচাপে ভুগছেন। ১৪ লক্ষ ৩১ হাজার ১০০ জনের বেশি ডায়াবেটিসে আক্রান্ত। ৩০ লক্ষ ৫০ হাজার ১০০ জনের বেশি রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। 

প্রেক্ষাপট

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের খুঁটি থেকে ১৫ নভেম্বর ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র সূচনা করেন। দেশের প্রতিটি মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই যার উদ্দেশ্য। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আইইসি ভ্যান পাঠানোর মাধ্যমে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।

PG/CB/DM


(Release ID: 2003322) Visitor Counter : 91