প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গ্র্যামিতে ‘বেস্ট গ্লোবাল মিউজিক’ পুরস্কার পাওয়ার জন্য ওস্তাদ জাকির হুসেন এবং অন্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 05 FEB 2024 2:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘বেস্ট গ্লোবাল মিউজিক’-এর জন্য গ্র্যামি পুরস্কার পাওয়ায় সঙ্গীত শিল্পী ওস্তাদ জাকির হুসেন, রাকেশ চৌরাশিয়া, শঙ্কর মহাদেবন, সেলভাগণেশ ভি এবং গণেশ রাজাগোপালন-কে অভিনন্দন জানিয়েছেন।

তাঁদের ব্যান্ড ‘শক্তি’, একটি ফিউসন সঙ্গীত গোষ্ঠী এই সম্মান জিতেছে ‘দিস মোমেন্ট’-এর জন্য। 

তিনি বলেছেন, তাঁদের ব্যতিক্রমী প্রতিভা এবং সঙ্গীতের প্রতি নিষ্ঠা সারা বিশ্বের হৃদয় জয় করেছে, ভারতকে গর্বিত করেছে। 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন :

“অভিনন্দন জাকির হুসেন, রাকেশ চৌরাশিয়া, শঙ্কর মহাদেবন, সেলভাগণেশ ভি এবং গণেশ রাজাগোপালন গ্র্যামিতে আপনাদের দারুন সাফল্যের জন্য ! আপনাদের ব্যতিক্রমী প্রতিভা এবং সঙ্গীতের প্রতি নিষ্ঠা বিশ্বজুড়ে হৃদয় জিতে নিয়েছে। ভারত গর্বিত ! এই সাফল্য আপনারা যে কঠোর পরিশ্রম করেছেন তার প্রমাণ। এটা নতুন প্রজন্মের শিল্পীদের আরো বড় স্বপ্ন দেখতে এবং সঙ্গীতে উৎকর্ষ লাভ করতে অনুপ্রাণিত করবে।”

    


PG/AP/NS….


(Release ID: 2002719) Visitor Counter : 102