স্বরাষ্ট্র মন্ত্রক

সুভাষচন্দ্র বোস বিপর্যয় প্রতিরোধ ব্যবস্থাপনা পুরস্কার-২০২৪

৬০টি প্যারাশ্যুট ফিল্ড হাসপাতাল নির্মাণ করে সুভাষচন্দ্র বসু বিপর্যয় প্রতিরোধ ব্যবস্থাপনা পুরস্কার-২০২৪-এর জন্য প্রাতিষ্ঠানিক বিভাগে নির্বাচিত উত্তরপ্রদেশ

বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ব্যক্তি ও সংগঠনের অসামান্য অবদান ও নিঃস্বার্থ সেবার স্বীকৃতিতে ভারত সরকার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুভাষচন্দ্র বোস বিপর্যয় প্রতিরোধ ব্যবস্থাপনা পুরস্কার চালু করেছে

Posted On: 23 JAN 2024 10:27AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৪


৬০টি প্যারাশ্যুট ফিল্ড হাসপাতাল নির্মাণ করে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য প্রাতিষ্ঠানিক বিভাগে ২০২৪ সালের সুভাষচন্দ্র বোস বিপর্যয় প্রতিরোধ ব্যবস্থাপনা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে উত্তরপ্রদেশ। 


বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ব্যক্তি ও সংগঠনের অসামান্য অবদান ও নিঃস্বার্থ সেবার স্বীকৃতিতে ভারত সরকার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুভাষচন্দ্র বোস বিপর্যয় প্রতিরোধ ব্যবস্থাপনা পুরস্কার চালু করেছে। প্রতি বছর নেতাজী সুভাষচন্দ্র বোসের জন্মদিন ২৩ জানুয়ারি, পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে নির্বাচিত ব্যক্তিরা পান নগদ ৫ লক্ষ টাকা ও শংসাপত্র। সংগঠনের ক্ষেত্রে নগদ ৫১ লক্ষ টাকা ও শংসাপত্র দেওয়া হয়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র দিশানির্দেশে দেশ দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন, প্রস্তুতি ও মোকাবিলায় উল্লেখযোগ্য উন্নতি করেছে। এর ফলে, প্রাকৃতিক দুর্যোগের সময় হতাহতের সংখ্যা লক্ষণীয় ভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত ভাবে দুর্যোগ প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখেন। সম্পত্তি ও প্রাণহানি যাতে যথাসম্ভব কম হয়, সেজন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রশিক্ষণ ও প্রস্তুতির ওপর জোর দেন। 

চলতি বছরের পুরস্কারের জন্য পয়লা জুলাই ২০২৩ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছিল। প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় এসম্পর্কে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে মোট ২৪৫টি বৈধ আবেদনপত্র জমা পড়েছিল। 

PG/SD/AS



(Release ID: 1998802) Visitor Counter : 62