প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভুটানের সংসদীয় নির্বাচনে জয়ের জন্য মহামান্য শেরিং তোবগে এবং পিডিপি-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 09 JAN 2024 10:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুটানের সংসদীয় নির্বাচনে জয়ের জন্য মহামান্য শেরিং তোবগে এবং পিপলস্‌ ডেমোক্রেটিক পার্টি-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:

 “ভুটানের সংসদীয় নির্বাচনে জয়ের জন্য আমার বন্ধু @tsheringtobgay এবং পিপলস্ ডেমোক্রেটিক পার্টিকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের বন্ধুত্ব ও সহযোগিতার অনন্য বন্ধনকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছি।"

PG/MP/SB…


(Release ID: 1994806) Visitor Counter : 94