তথ্যওসম্প্রচারমন্ত্রক
রূপান্তরকামীদের ক্ষমতায়ন : বিকশিত ভারত সংকল্প যাত্রার সাফল্য
Posted On:
21 DEC 2023 1:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২৩
‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ দেশজুড়ে উন্মাদনা তৈরি করেছে, লক্ষ লক্ষ মানুষ এর সঙ্গে যুক্ত হচ্ছেন এবং উন্নয়নের বার্তাকে ছড়িয়ে দিচ্ছেন। অসংখ্য মানুষের স্বপ্নকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যাত্রা।
অগ্রগতির বিভিন্ন কাহিনীর পাশাপাশি বেশ কিছু গল্প আমাদের আবেগকে গভীরভাবে নাড়া দিয়ে যাচ্ছে। এমনই একজন হলেন, রূপান্তরকামী নীলেশ, যিনি ক্যাটারিং-এর জগতে সাফল্যের পথ ধরে এগিয়ে চলেছেন। মহারাষ্ট্রের ওয়ার্ধার বাসিন্দা নীলেশ পিএম স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি (পিএম স্বনিধি) যোজনায় ১০,০০০ টাকা ঋণ নিয়েছিলেন, যা শিল্পোদ্যোগী হিসেবে তাঁর যাত্রাপথকে ত্বরান্বিত করেছে। প্রাথমিক পর্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন নীলেশ। কিন্তু তাঁর অনমনীয় দৃঢ়তা এবং ইতিবাচক চিন্তাভাবনা নীলেশকে ক্যাটারিং ব্যবসায় সাফল্য পেতে সাহায্য করেছে। শুধু নীলেশ নন, স্বনির্ভর গোষ্ঠী ‘মোহিনী বচত ঘট’-এর কাহিনীও সমান প্রেরণাদায়ক। এই স্বনির্ভর গোষ্ঠীতে রূপান্তরকামী এবং অন্য মহিলারা আর্থিক ক্ষমতায়নের জন্য পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছেন। পিএম স্বনিধি প্রকল্পের ঋণ নীলেশের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।
এ রকমই আর একটি কাহিনী হল রূপান্তরকামী শিল্পোদ্যোগী মোনার সাফল্য। চণ্ডীগড়ে একটি ছোট্ট চায়ের দোকান থেকে তাঁর স্বনির্ভর হওয়ার যাত্রা শুরু করেছিলেন মোনা। পিএম স্বনিধি প্রকল্পে ১০,০০০ টাকার ঋণ তাঁকে আর্থিক স্বাধীনতার পথ দেখিয়েছে। এরপর তিনি ২০,০০০ টাকা এবং আরও ৫০,০০০ টাকা ঋণ নেন।
নীলেশ এবং মোনার এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত পরিবর্তনের যাত্রা নয়, তাঁদের কাহিনী নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। ২০ ডিসেম্বর পর্যন্ত ১৭ লক্ষের বেশি মানুষ পিএম স্বনিধি প্রকল্পে উপকৃত হয়েছেন।
PG/MP/NS…
(Release ID: 1989457)
Visitor Counter : 97
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada