স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দেশের কিছু অংশে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষিতে নজরদারি, নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য জনস্বাস্থ্য ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন ডাঃ মনসুখ মান্ডব্য
কোভিড-১৯ ভাইরাসের নতুন স্ট্রেনগুলির মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকা বিশেষ প্রয়োজন : ডাঃ মান্ডব্য
কোভিড-১৯ পরিস্থিতির সুদক্ষ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির সমন্বিত প্রয়াসের উপর জোর
Posted On:
20 DEC 2023 1:01PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ ডিসেম্বর, ২০২৩
দেশের কিছু অংশে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষিতে কোভিড পরিস্থিতি এবং এর নজরদারি, নিয়ন্ত্রণ ও মোকাবিলার উপযোগী জনস্বাস্থ্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডব্য আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল ও ডাঃ ভারতী প্রবীণ পাওয়া এবং নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ডাঃ ভি কে পল উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বৈঠকে যোগ দেন।
চীন, ব্রাজিল, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কয়েকটি দেশে কোভিড সংক্রমণের ঘটনা বাড়তে থাকার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, কোভিডের নতুন স্ট্রেনগুলির মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কোভিড এখনও চিরতরে বিদায় নেয়নি। তাই রাজ্যগুলির উচিত কোভিডের নতুন সংক্রমণের উপর কড়া নজর রাখা এবং এর মোকাবিলায় যথাযথ জনস্বাস্থ্য পরিষেবা গড়ে তোলা।
এই প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যগুলির সমন্বিত প্রয়াসের উপর জোর দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সার্বিক সরকার’-এর দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। নতুন ভেরিয়েন্টগুলি যাতে দ্রুত চিহ্নিত করা যায় সেজন্য আক্রান্তদের নমুনা ‘Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG)’ নেটওয়ার্কে পাঠাতে বলেন তিনি। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হয়।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সব রাজ্যকে সতর্ক থাকতে, নজরদারি বাড়াতে এবং টিকা, ওষুধপত্র, অক্সিজেন সিলিন্ডার ও কনসেনট্রেটর, ভেন্টিলেটরের যথাযথ মজুত ভান্ডার রাখতে বলেছেন। পিএসএ প্ল্যান্ট, অক্সিজেন কনসেনট্রেটর ও সিলিন্ডার, ভেন্টিলেটর প্রভৃতির কার্যকারিতা খতিয়ে দেখতে প্রতি তিনমাস অন্তর কেন্দ্র ও রাজ্যস্তরে মহড়া চালানোর পরামর্শ দেন তিনি। ভুয়ো খবর ও গুজব ছড়িয়ে পড়া রুখতে সচেতনতামূলক প্রচারাভিযান চালানোর প্রয়োজনীয়তাও উঠে আসে তাঁর বক্তব্যে। কোভিড পোর্টালে মোট সংক্রমণের সংখ্যা, পরীক্ষার সংখ্যা, আক্রান্তের সংখ্যা প্রভৃতি তথ্য সবার সঙ্গে ভাগ করে নিতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী সুধাংশ পন্থ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে বিশ্বের এবং দেশের কোভিড পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এতে দেখা যায়, ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বিশ্বের নিরিখে নিতান্তই কম। তবে, গত দু সপ্তাহে এই সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। চলতি বছরের ৬ ডিসেম্বর, যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১৫, সেখানে বর্তমানে তা বেড়ে হয়েছে ৬১৪। তবে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের ৯২.৮ শতাংশই বাড়িতে রয়েছেন, তাঁদের উপসর্গও মৃদু। হাসপাতালে ভর্তির হার বাড়েনি। যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, কোভিড ছাড়া অন্য কোনো কারণে তাঁদের ভর্তি করতে হয়েছে। কেরল, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও কর্ণাটকের মতো কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণের হার বেড়েছে।
কোভিডের নতুন JN.1 ভেরিয়েন্ট নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে। এ থেকে অবিলম্বে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানা গেছে।
ডাঃ ভি কে পল বলেন, বিজ্ঞানীরা কোভিডের এই নতুন ভেরিয়েন্টের গতিবিধির উপর নজর রাখছেন। রাজ্যগুলিকে নজরদারি ব্যবস্থা এবং নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্য গবেষণা দপ্তরের সচিব এবং আইসিএমআর-এর মহানির্দেশক ডাঃ রাজীব বাহাল জানিয়েছেন, আইসিএমআর বর্তমানে নতুন JN.1 ভেরিয়েন্টের জিনোম সিকোয়েন্সিং-এর কাজ করছে। রাজ্যগুলিকে আরটি-পিসিআর টেস্টের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান তিনি।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরা, কেন্দ্রের সহায়তা ও দিশানির্দেশে সন্তোষপ্রকাশ করেন। নিজেদের রাজ্যে নজরদারি ব্যবস্থা এবং নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তাঁরা।
PG/SD/SKD
(Release ID: 1988972)
Visitor Counter : 104
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam