প্রধানমন্ত্রীরদপ্তর

ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

Posted On: 03 DEC 2023 10:01AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর,২০২৩

 

ভারতের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত ডঃ রাজেন্দ্র প্রসাদের স্মৃতির উদ্দেশে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আজকের দিনটি হল ডঃ রাজেন্দ্র প্রসাদের জন্মবার্ষিকী।

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে ডঃ রাজেন্দ্র প্রসাদের গভীর প্রজ্ঞা এবং বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সকলের কাছেই এক বিশেষ গর্বের বিষয়। গণতন্ত্রের পূজারী হিসাবে তাঁর উদ্যোগ ও প্রচেষ্টা এবং ঐক্যবোধ প্রজন্মের পর প্রজন্মে সঞ্চারিত হয়েছে। তাঁর জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণতি।”

PG/SKD/DM



(Release ID: 1982109) Visitor Counter : 72