প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ষোড়শ বিশ্ব উশু প্রতিযোগিতায় পদক জয় করায় রোশিবীনা দেবী, কুশল কুমার এবং চাভি-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 23 NOV 2023 10:51AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৩ নভেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ষোড়শ বিশ্ব উশু প্রতিযোগিতায় পদক জয় করায় রোশিবীনা দেবী, কুশল কুমার এবং চাভি-কে অভিনন্দন জানিয়েছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন:
“সম্প্রতি ষোড়শ বিশ্ব উশু প্রতিযোগিতায় পদক জয় করায় রোশিবীনা দেবী, কুশল কুমার এবং চাভি-কে আমি অভিনন্দনর জানাই। তাঁদের দক্ষতা ও নিষ্ঠা দেশকে গর্বিত করেছে। আমি বিশ্বাস করি যে ভারতে উশুকে তাঁরা আরও জনপ্রিয় করে তুলবেন এবং ভবিষ্যতে অনেক সাফল্য অর্জন করবেন। তাঁদের পরবর্তী জীবনের জন্য রইলো আমার শুভেচ্ছা।”


PG/PM/AS/


(रिलीज़ आईडी: 1979008) आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam