প্রধানমন্ত্রীরদপ্তর
"কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি সার্বিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে"
"দেশের যুবশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হল জাতি গঠন প্রক্রিয়ার একটি পূর্বশর্ত"
আজ জাতীয় রোজগার মেলায় ভাষণদানকালে বললেন প্রধানমন্ত্রী
Posted On:
28 OCT 2023 1:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৩
আমরা শুধুমাত্র কর্মসংস্থানের ব্যবস্থা করে সন্তুষ্ট থাকছি না, একই সঙ্গে নিয়োগ সম্পর্কিত সার্বিক পদ্ধতি ও প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা বজায় থাকে তাও নিশ্চিত করছি।
আজ জাতীয় রোজগার মেলায় ভাষণদানকালে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে আয়োজিত রোজগার মেলাগুলি হল দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি সরকারের প্রতিশ্রুতি ও অঙ্গীকারের এক বিশেষ দৃষ্টান্ত। আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় যুবসমাজের মধ্যে আস্থার মানসিকতা গড়ে উঠেছে। সমগ্র প্রক্রিয়াটিকে শুধুমাত্র ঢেলে সাজানোই নয়, সেই সঙ্গে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণের পদ্ধতিরও আমূল পরিবর্তন ঘটানো হয়েছে। শুধু তাই নয়, পরিহার করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাও। কর্মসংস্থানের বিজ্ঞপ্তি প্রকাশের শুরু থেকে সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র পৌঁছে দেওয়া পর্যন্ত প্রক্রিয়াগত সময় বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩টি বিভিন্ন আঞ্চলিক ভাষায় বর্তমানে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ভাষা যাতে নিয়োগপ্রার্থীদের কাছে কোনরকম বাধা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।
প্রধানমন্ত্রীর মতে উন্নয়নের গতিই প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছে। উন্নয়নের পথ অনুসরণ করে একদিকে যেমন দেশে পর্যটনের প্রসার ঘটেছে, অন্যদিকে তেমনি পর্যটন সম্পর্কিত নিয়োগও তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রেও নিয়োগের নতুন নতুন পথ এখন খুলে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রচলিত ক্ষেত্রগুলিকে আরও জোরদার করে তোলার মাধ্যমে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি সম্ভব হয়ে উঠেছে। এছাড়াও পুনর্নবীকরণযোগ্য জ্বালানী, মহাকাশ, অটোমেশন এবং প্রতিরক্ষা রপ্তানির মতো নতুন নতুন ক্ষেত্রগুলিতেও এখন কাজের জোয়ার এসেছে। সমান ভাবে নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে ড্রোন প্রযুক্তি ক্ষেত্রেও। স্বামিত্ব কর্মসূচির আওতায় জমির পরিমাপ করার কাজেও বর্তমানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও অধিক মাত্রায় শস্য ফলন এবং কৃষি ক্ষেত্রে কৃষি ও পরিবেশ অনুকূল সার স্প্রে করার কাজেও ড্রোনের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এমনকি, হিমাচল প্রদেশের মত পাহাড়ি রাজ্যের দুর্গম অঞ্চল লাহুল স্পিতিতেও ড্রোনের সাহায্যে ওষুধের যোগান দেওয়া হচ্ছে। এর ফলে, একদিকে যেমন সময় সংক্ষেপ ঘটেছে, অন্যদিকে তেমনি ড্রোন প্রযুক্তির হাত ধরে স্টার্ট আপ সংস্থাগুলির পক্ষে নতুন নতুন ডিজাইন ও প্রযুক্তি তৈরির কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।
প্রসঙ্গত, দেশের খাদি শিল্প পুনরায় জনপ্রিয় হয়ে ওঠার দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ১০ বছর আগে খাদি শিল্প ক্ষেত্রে বিপণনের মাত্রা ছিল মাত্র ৩০ হাজার কোটি টাকা। কিন্তু বর্তমানে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা। ফলে, দেশে খাদি ও গ্রামীণ শিল্পে কর্মসংস্থানের প্রভূত সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষত মহিলা নিয়োগপ্রার্থীরা তাতে বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন।
যে কোন দেশে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে যাওয়ার জন্য দেশের যুবশক্তির পূর্ণ সদ্ব্যবহার একটি পূর্বশর্ত - একথা প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন তাঁর আজকের ভাষণে। তিনি বলেন, সরকার দেশের যুবসমাজকে শিক্ষিত এবং পেশাগত দিক থেকে দক্ষ করে তোলার জন্য চেষ্টার কোন ত্রুটি রাখছে না। নতুন জাতীয় শিক্ষানীতি, নতুন নতুন মেডিকেল কলেজ, আইআইটি, আইআইএম এবং আইআইআইটি যেমন ক্রমান্বয়ে যেমন বৃদ্ধি পেয়ে চলেছে, সেরকম ভাবেই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় তরুণ ও যুবকদের প্রশিক্ষণদান ব্যবস্থাকেও জোরদার করে তোলা হয়েছে। কারণ, বর্তমান যুগের একটি জরুরি চাহিদা হল কর্মীদের সুদক্ষ করে তোলা। আধুনিক প্রযুক্তি ও সাজসরঞ্জামের সাহায্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় যুবশক্তির উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
শ্রী মোদী বলেন, যুবসমাজের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হল জাতি গঠন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কারণ, এর মধ্য দিয়ে বর্তমান ভারত এক উন্নত ভারত রূপে আত্মপ্রকাশ করতে পারে। নিযুক্ত প্রার্থীরাই সরকারি কর্মসূচিগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তাই, দেশ তথা জাতি গঠন প্রক্রিয়ায় দেশের যুবশক্তি এখন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
আজকের রোজগার মেলায় দেশের ৩৭টি বিভিন্ন অঞ্চলকে যুক্ত করা হয়। মেলায় ৫১ হাজারেরও বেশি প্রার্থীর হাতে ভিডিও কনফারেন্সের মঞ্চে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। নিযুক্ত প্রার্থীরা রেল মন্ত্রক, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক, রাজস্ব দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর, স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর ও মন্ত্রকে নিযুক্ত হবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশব্যাপী রোজগার মেলার সূচনা হয় গত বছর অক্টোবর মাসে। এর ফলে দেশের লক্ষ লক্ষ যুবক কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন। আজও ৫০ হাজারেরও বেশি যুবক-যুবতীকে সরকারি কাজে নিযুক্ত করা হয়। নবনিযুক্ত প্রার্থী এবং তাঁদের পরিবার পরিজনদের অভিনন্দিত করেন প্রধানমন্ত্রী।
PG/SKD/AS/
(Release ID: 1978079)
Visitor Counter : 126
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam