প্রধানমন্ত্রীর দপ্তর
জাতীয় রোজগার মেলায় প্রধানমন্ত্রীর ভাষণ
সরকারি দপ্তর এবং সংস্থায় নবনিযুক্ত ৫১ হাজারেরও বেশি কর্মীদের নিয়োগপত্র বিতরণ করা হলো
Posted On:
28 OCT 2023 1:53PM by PIB Agartala
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৩ (পিআইবি)।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় রোজগার মেলা উপলক্ষে ভাষণ দেন । সেই সাথে তিনি বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনে নবনিযুক্তিপ্রাপ্তদের ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। গোটা দেশ থেকে নির্বাচিত নবনিযুক্ত যুব'রা রেল মন্ত্রণালয়, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,রাজস্ব বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা এবং স্বাক্ষরতা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে নিযুক্তির জন্য এই রোজগার মেলা। সারাদেশের ৩৭ টি স্থান এই রোজগার মেলায় প্রধানমন্ত্রীর ভাষণের সময় ভার্চুয়ালি এই মেলায় যুক্ত ছিল।
সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, রোজগার মেলার যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে, কারণ গতবছরে অক্টোবরে কেন্দ্র এবং এনডিএ শাসিত রাজ্যে লক্ষ লক্ষ যুবককে সরকারি চাকরির জন্য নিয়োগপত্র প্রদানের মাধ্যমে রোজগার মেলা শুরু হয়েছিল। আজ আরো ৫০ হাজারের বেশি যুবককে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্তদের এবং তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন এদিন।
প্রধানমন্ত্রী বলেন যে, বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আয়োজিত রোজগার মেলা যুবকদের ভবিষ্যতের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রমান। শ্রী মোদি নিয়োগ প্রক্রিয়ায় যুবদের ক্রমবর্ধমান আস্থার ওপর জোর দিয়ে বলেন, "আমরা কেবল কর্মসংস্থান-ই দিচ্ছি না, বরং একটি স্বচ্ছ ব্যবস্থাও বজায় রাখছি"। তিনি বলেন যে সরকার কেবল প্রক্রিয়াগুলিকে প্রবাহিত করার জন্য নয়,বরং পরীক্ষা পদ্ধতির পুনর্গঠনেও চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে কর্মী নির্বাচন প্রক্রিয়ার সময়ও কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। "কর্মসংস্থানের বিজ্ঞপ্তি থেকে রোজগারের নিয়োগ-পত্র প্রাপ্তি পর্যন্ত সামগ্রিক সময় উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।" এস এস সি এর অধীন কিছু পরীক্ষার সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী জানিয়েছেন যে, পরীক্ষাগুলি এখন হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩ টি বিভিন্ন আঞ্চলিক ভাষায় নেওয়া হচ্ছে, যাতে প্রার্থীরা ভাষার বাধা ভেঙে সহজেই এগিয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রী বলেন যে,এটি বিকাশের সেই গতি যা প্রত্যেক ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করছে। তিনি 'ধরডো' গ্রামের উল্লেখ করেন যাকে সংযুক্ত রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ পর্যটন গ্রামের পুরস্কারে সম্মানিত করেছে আর হয়সালা মন্দির পরিষদ এবং শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। প্রধানমন্ত্রী লেন যে,এই ধরনের উন্নত এবং ক্রমবর্ধমান পর্যটনশিল্প, যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেবে। একইভাবে খেলাধুলাও অগ্রগতির নতুন নতুন পথ তৈরী করছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "সরকার কর্মসংস্থানের সুযোগ প্রদানের পরম্পরাগত ক্ষেত্রগুলিকে শক্তিশালী করছে এবং পাশাপাশি নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ,অটোমেশন এবং প্রতিরক্ষা রপ্তানির মতো নতুন ক্ষেত্রগুলিরও প্রচার করছে।" ড্রোন প্রযুক্তি নতুন দুয়ার খুলে দিচ্ছে বলে মন্তব্য করেন এবং এর সাহায্যে ফসলের মূল্য সংযুক্তি এবং পুষ্টিকর উপাদান স্প্রে করার উদাহরণ দিয়েছেন। ভূমি জরিপের জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে জানান মাননীয় প্রধানমন্ত্রী। তিনি হিমাচল প্রদেশের লাহৌল স্পীতি অঞ্চলে ড্রোন ব্যবহার করে ঔষধ সরবরাহের কথাও উল্লেখ করেছেন, যার ফলে আনুমানিক সময় দুই ঘন্টা থেকে কমে কুড়ি থেকে ত্রিশ মিনিটেরও নেমে এসেছে । শ্রী মোদি বলেন যে, স্টার্টআপগুলিও ড্রোন থেকে অনেকাংশে উপকৃত হয়েছে এবং নতুন ডিজাইন ও প্রযুক্তি তৈরীতে সহায়তা পেয়েছে।
প্রধানমন্ত্রী খাদির পুনরুত্থানের উল্লেখ করেছেন। তিনি বলেন যে, আজ থেকে দশ বছর আগে খাদি উৎপাদনের বিক্রি ৩০ হাজার কোটি টাকার আশেপাশে ছিল, যেখানে আজ ১.২৫ লক্ষ কোটি টাকারও বেশি বিক্রি লক্ষ্য করা যাচ্ছে। এতে খাদি এবং গ্রামীণ শিল্প ক্ষেত্রে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং বিশেষ করে মহিলারা উপকৃত হয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, যে কোন দেশের যেকোনো প্রতিযোগিতামূলক সুবিধা পুরোপুরি উপলব্ধি করতে যুবশক্তির প্রয়োজন। তিনি দক্ষতা ও শিক্ষার উদ্যোগের কথা উল্লেখ করেন, যা তরুণদের নতুন সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে প্রস্তুত করছে। নতুন জাতীয় শিক্ষানীতি, নতুন মেডিকেল কলেজ,আইআইটি (IIT),আইআইএম (IIM) এবং আইআইআইটি (IIIT) তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে কোটি কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশ্বকর্মা বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করা হয়েছে। রিস্কিলিং এবং আপস্কিলিং বর্তমান সময়ে অত্যাবশ্যক। প্রধানমন্ত্রী বলেন যে, পিএম বিশ্বকর্মা যোজনা বিশ্বকর্মাদের আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জামের সাথে যুক্ত করছে।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন,যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জাতি গঠন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যা ভারতের একটি উন্নত দেশ হওয়ার পথকে প্রশস্ত করবে। তিনি জোর দিয়ে বলেন যে নিযুক্তিপ্রাপ্ত লোকেরাই সরকারি প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাবে এবং মাঠ পর্যায়ে তাদের বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী বলেন যে, আজ আপনারা সবাই আমাদের দেশ গঠনের যাত্রায় গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছেন। ভারতের লক্ষ্যকে অর্জন করার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য নবনিযুক্তদের কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো আহ্বান জানান যে, তরুণদের শেখার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং আই গট (iGOT) কর্মযোগী পোর্টাল ব্যবহার করতে হবে। তিনি বলেন, "আপনার প্রতিটি পদক্ষেপ দেশকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে।" ভাষণ শেষ করে প্রধানমন্ত্রী শারদ পূর্ণিমার শুভলগ্নের কথা উল্লেখ করেন এবং নতুন নিয়োগপ্রাপ্তদের ভোকাল ফর লোকালের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান যা দেশের অভ্যন্তরে কর্মসংস্থান সৃষ্টির একটি অন্যতম মাধ্যম হয়ে উঠছে।
SKC/MG/KMD
(Release ID: 1972866)
Visitor Counter : 78