প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মৌলানা আজাদের জন্মবার্ষিকীতে তাঁকে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিশেষ স্তম্ভ রূপে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 11 NOV 2023 9:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৩

 

মৌলানা আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে সমাজমাধ্যমে এক বার্তায় তাঁর উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি মৌলানা আজাদকে এক বিদগ্ধ ব্যক্তিত্ব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিশেষ স্তম্ভ রূপে বর্ণনা করেছেন। দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মৌলানা আজাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি যে একটি প্রশংসনীয় উদ্যোগ, একথারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তাঁর বার্তায়। 

সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর ঐ বার্তার বয়ান এখানে দেওয়া হল :

“মৌলানা আজাদের জন্মবার্ষিকীতে তাঁকে আমি স্মরণ করি। তিনি ছিলেন এক বিদগ্ধ ব্যক্তিত্ব এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের এক স্তম্ভবিশেষ। এমনকি, শিক্ষার প্রতি তাঁর অঙ্গীকার ও প্রতিশ্রুতি বিশেষ প্রশংসার দাবি রাখে। আধুনিক ভারত গঠনে তাঁর কর্মপ্রচেষ্টা আজও মানুষকে পথ দেখিয়ে নিয়ে চলেছে।”

PG/SKD/DM


(रिलीज़ आईडी: 1976386) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam