ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

স্থানীয়ের জন্য সওয়াল’ এর ভাবনাকে সামনে রেখে আয়োজিত ৫ দিনের ‘দীপাবলী উৎসব’-এর উদ্বোধন করলেন কেভিআইসি-র চেয়ারম্যান

খাদি পণ্য কেনায় ১১ নভেম্বর পর্যন্ত ২০ শতাংশ বিশেষ ছাড় মিলবে

Posted On: 08 NOV 2023 4:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ নভেম্বর, ২০২৩

 

১০৬তম মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে স্থানীয় পণ্য কেনায় বিশেষভাবে উদ্যোগী হতে সাধারণের কাছে আবেদন রাখেন। তাঁর নেতৃত্বে ‘স্থানীয়ের জন্য সওয়াল’এর ভাবনাকে আরও জোরদার করতে খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন (কেভিআইসি)-র চেয়ারম্যান শ্রী মনোজ কুমার নতুন দিল্লির কনট প্লেসে খাদি লাউঞ্জে মঙ্গলবার ৫ দিনের দীপাবলী উৎসবের উদ্বোধন করেন।  

‘দীপাবলী উৎসব’-এ সাধারণ মানুষের সামনে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য আরও বেশি করে পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খাদি পণ্যের বিক্রি বাড়লে গ্রামীণ কারিগরদের অর্থনৈতিক স্বনির্ভরতার পালে হাওয়া লাগে। দিল্লির এই দীপাবলী উৎসবে ৫০ থেকে ১০০০ টাকা দামের নানান ধরণের গ্রামীণ শিল্প ও কুটির শিল্প সামগ্রী কেনার সুযোগ পাবেন মানুষ। দামে মিলবে ২০ শতাংশ ছাড়। 

গত অর্থবর্ষে মোট ১.৩৪ লক্ষ কোটি টাকার খাদি এবং গ্রামীণ শিল্পপণ্য বিক্রি হয়েছিল। কর্মসংস্থান হয়েছিল ৯.৫৪ লক্ষ মানুষের- যা একটি রেকর্ড। কেভিআইসি-র চেয়ারম্যান জানান, এ বছর গান্ধী জয়ন্তীতে একদিনে নতুন দিল্লির কনট প্লেসের খাদি ভবন থেকে ১.৫২ কোটি টাকার জিনিস বিক্রি হয়েছে। তিনি দেশজ খাদিপণ্য আরও বেশি করে কেনার জন্য সাধারণের প্রতি আবেদন রেখেছেন। 
    


PG/AC/NS



(Release ID: 1975773) Visitor Counter : 66