প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ছত্তিসগড়ে আচার্য শ্রী বিদ্যাসাগরজি মহারাজের আশীর্বাদ নিয়েছেন

Posted On: 05 NOV 2023 12:59PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৫ নভেম্বর, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ছত্তিসগড়ের শ্রী জৈন মন্দিরে দিগম্বর জৈন আচার্য শ্রী বিদ্যাসাগরজি মহারাজের আশীর্বাদ নিয়েছেন। 
প্রধানমন্ত্রী এক্স –এ পোস্ট করেছেন : 
“ছত্তিসগড়ের ডোঙ্গরগড়ে চন্দ্রগিরি জৈন মন্দিরে আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগরজি মহারাজজির আশীর্বাদ পেয়ে ধন্য মনে করছি।” 

PG/AP /SG/


(Release ID: 1975024) Visitor Counter : 95